পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 98 শ্ৰীমন্তের মশান গীতাভিনয় রাজবংশে বাতি দিতে কারে না রাখিব । সকলে সংহারি রাজ্য রসাতলে দিব ॥ । পদ্মা। যদি দুষ্ট ভয়ে ভ্রমে অনন্ত বিমানে ? ভগবতী । অনন্তরূপিণী রূপে নাশিব সেখানে । পদ্মা। সিন্ধুজলে গিয়ে যদি হয় লুকায়িত}} ভগবতী। কুক্তিরিণী রূপে তারে করিব এাসিত। পদ্মা ! রাজ্য ছেড়ে রাজা যদি যায় রসাতলে ? ভগবতী। তাহা হলে রসাতলে দিব রসাতলে । পদ্মা। অগ্নি দেবের অনিৰ্ব্বার্ব শিখায় যদি মিশে ? ভগবতী । নিম্ভাইব অগ্নিরাশি মৃদু মৃদু হেঁসে। পদ্মা। দিবাকর করে যদি লয় সে আশ্রয় ? ভগবতী। রাহু হোয়ে সূর্য্যদেবে এাসিব নিশ্চয় । পদ্মা ! আর বৃথা কথায় নাহি প্রয়োজন | - চল চঞ্চল চরণে যোগিনী সহিতে, ভীষণ মশান মাঝে ঐমত্তে রক্ষিতে | পদ্মা। দেবি । তবে চলুন। [ প্রস্থগি । দ্বিতীয় গভঙ্কি। -ωΦΦ θΦmp - কৈলাস পথ । ( বীণ হস্তে নারদ দণ্ডায়মান । ) নারদ । (স্বগতঃ) হায় হায় ক্রমে ক্রমে সবই গেল, সত্য গেল, ত্রেতা গেল, দ্বাপরও গেল, ঘোর কলিকাল এসে উপস্থিত হোলে, সকল জীবেরই কুপথে মতি গতি, কার