পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>や শ্ৰীমস্তুের মশান গীতাভিনয় (অনতিদূরে জয় জয় রবে যোদ্ধ বেশে যাগিণীগণ সঙ্গে ভগবতীর প্রবেশ । ) ভগবতী ! যোগিনীগণ! এইতো কৈলাসের পথ, চল এই পথ দিয়া সিংহলে যাওয়া যাক । বিলম্ব সহেনা প্রাণে চল চঞ্চল চরণে । বিনাশিয়ে শালিবানে জুড়াব হৃদয়, ১ম যোগিনী। আচ্ছ। তবে ওমা তার চল যাই চল ত্বর, কম্পিত করিয়ে ধর) বলে জয় জয় | ( প্রস্থানে উদ্যত ) - ( নারদ ভগবতীর সম্মুখে যাইয়। ) নারদ। জননি । প্রণাম হই, ওমা জগদম্বে ! আজি তোমার এবেশ কেন ? এযে অতি ভয়ানক বেশ ! এ যে সৰ্ব্বনাশের বেশ, কার সর্বনাশ কোতে এবেশ ধারণ কোরেছেন । ভগবতী । রাজা শালিবাহনের । নারদ । কেন, সে কি কোরেছে ? ভগবতী । শ্ৰীমন্তকে বন্ধন কোরেছে ? নারদ। শ্ৰীমন্ত কে মা ! ভগবতী । ধনপতি সদাগরের পুত্র আমার প্রধান ভক্ত, আমি তাকে পুত্রের মত ভাল বাসি, তার কোন কষ্ট হোলে আমার প্রাণ ফেটে যায়, দুরাত্মা শালিবাহনের আদেশে দুরন্ত কোটাল শ্ৰীমন্তকে বন্ধন কোরে দক্ষিণ মশানে নিয়ে যাচ্ছে, ক্ষণকাল পরেই তার শিরচ্ছেদন কোৰ্ব্বে, নারদ । ভক্তকে রক্ষ কর্কবার জন্য আমার এ বেশ ধারণ করা | - 燃 游