পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন। ভগবতী | পদ্মা ! তা সত্য, কিন্তু কি করি পাপের প্রতিফল না দেওয়াও দোষ ; যদিও খুলনা কোন দোষে দোষী নয়, কিন্তু সংসর্গ দোষে দোষী হোয়ে পড়েছে, সংসর্গ দোষে সবই ঘটুতে পারে ; রত্নাকর রত্নীকর হোয়েও যেমন সামান্য লবণ দোষে সকলের ত্যজ্য , হিমালয় অনন্ত রত্বের আকর হেীয়েও যেমন হিম দোষে সকলের অনাদরনীয়, ফণীর মাথার মণি আদরনীয় হোলেও সে যেমন খল সংসর্গে সকলের অগ্রাহ ; সেইরূপ খুলনা পবিত্র স্বভাব হেীয়েও অপবিত্র স্বভাব ধনপতির সংসর্গে তাঁর শরীরে পাপ স্পর্শ করেছে, সেই জন্য কিছুকাল পতিবিচ্ছেদানল সহ করতে হবে। পদ্মা। দেবি ! তা যেন সন্থ কল্পে, এখন তার পতির উদ্ধারের উপায় কি স্থির করেছেন ? ভগবতী । পৃদ্মা ! তার উপায় অগ্রেই করেছি। পদ্মা | কি উপায় স্থির করেছেন ? ভগবতী। পতিপ্রাণী খুল্লনার গর্ভে কুমার তুল্য সুকুমার জন্ম গ্রহণ করেছে, তার নাম শ্ৰীমন্ত ; সেই শ্ৰীমন্ত হোতেই ধনপতির উদ্ধার সাধন হবে। আর ও সব কথার আবশ্বক নাই, চল এখন শিবস্তব কোরে শিব পূজার নিযুক্ত হইগে। ( গীত । ) শম্ভু শিব ত্বর ভোলা ভূত ভান । যোগীজন মন-মোহন, মহেশ সনাতন ॥ ভকত প্রধান, ভকতি নিদান, দিগম্বর দেব হে দীন ভারণ,— তম তাপহারী, , যোগী জটাধারী, শ্মশান বিহারী, সদা শবাসন ॥ ( প্রস্থাগ । )