পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鷲 蒸、 কমলে কামিনী দর্শন । ' 6ס צ


*

মেয়ে, কৈ মা, তিনিতে এত কঠিন ন! শুনেছি কুরুমুদ্ধে ভীষ্ম শরশয্যায় পতিত হয়ে একবার মাতর্গঙ্গে বলে ডেকে ছিলেন, তাইতে ভীষ্ম জননী সুরধুনী ভীষ্মের সম্মুখে এসে শীতল জল সিঞ্চনে ভীযুকে সুস্থ কোরেছিলেন, দিলীপ নন্দন ভগীরথ একবার মাতর্গঙ্গে বোলে ডেকেছিলেন, তাইতে অমনি ব্ৰহ্মকমণ্ডলু বাসিনী ব্ৰহ্মকমণ্ডলু পরিত্যাগ কোরে মধুর কুলী কুলীস্থনি কোত্তে কোত্তে ভগীরথের সম্মুকে এসে তার আশা পূর্ণ কোরেছিলেন, কৈ মা, তিনিতে এত কঠিন নন্‌ তিনিতে সহজেই ছেলেদের দেখা দিয়েছিলেন, ওমা কৃপাময়ি ! যদি কৃপা কোরে এসেছ, তবে এই দীন দাস সন্তানকে রক্ষা কর, যেন দুরন্ত কোটালের হাতে আমার প্রাণ ন যায়, আর যেন তোমার দুর্গানামে কলঙ্ক না হয়, যেন তোমার কৃপায় পিতাকে ভবনে নিয়ে গিয়ে দুঃখিনী মার দুঃখ দূর করতে পার মাগে! এতক্ষণের পর সন্তানে কি মনে পড়েছে। (গীত) এভক্ষণে পড়িল কি মনে । পদাশ্রিত এ অভাজনে । যদি এলে মা, রক্ষ। করম, যেন বধেন দুরন্ত কোটাল মশানে দুঃখিনীAধনে । ভগবতী। বৎস্য । আর কেঁদনী, tর কান্না দেখা যায়না, আমি না বুঝে তোমা ক কঁদিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, সে সব কিছু মনে কোরনা ? জীবন ধন ! আমি যখন এসে তোমাকে দেখা দিয়েছি, তখন তুমি পিঅ