পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন : ২১% তোকে কোলে কোরে কোল শীতল করব। আয় বাপ আর কোলে আয়, বাপ! তুই আজ আমার কথার উত্তর দিচ্ছি নে, কেন! হারে বাপ ! তুই কাদছিস কেন ? বৎস! । চাদমুখে আমাকে মা বোলে ডাছিলনে কেন ? আঙ্গু কি তোকে কেউ কিছু বলেছে,-বাপরে! তোর কান্না দে:ে আমার প্রাণ যে ফেটে যাচ্ছে, মায় কি ছেলের কাণ দেখৃ পারে, শ্ৰীমন্তরে! আর কাদিস নে, দুঃখিনীরধন ! ধনীক আর কষ্ট দিস নে, কি হয়েছে শীঘ্ৰ বল ? ... ." শ্ৰীমন্ত। মা! তুমি আর আমাকে পুত্রবলে ডেকোন ! আমি তোমার কুপুত্র, আমাকে স্পর্শ কল্পে তোমার পাপ হবে । ( ক্ৰন্দন ) খুলনা । বাপ! কেন আজ তুই ওরূপ কথা বল্লি, ওরূপ কথাতে এক দিনও তোর মুখে শুনিনি; বাপ রে! কি হয়েছে বল, আর যন্ত্রণা দিস নে। শ্ৰীমন্ত। মা! পুত্র হেয়ে কেমন কোরে সে কথা তোমার কাছে বোল ব! খুলনা। বাছা! এমন কি কথা, যে বোলতে ভয় পাচ্ছি, কথা বই আর তো কিছুই নয়। শ্ৰীমন্ত। মা কথা বটে, কিন্তু সে কথা বিষমাখা কথা, শক্তিশেলের সমান, সে কথা বোল্লেই তোমার সরল প্রাণে আঘাত লাগবে, সন্তান হোয়ে কেমন কোরে মার প্রাণে ব্যথা দেব, তা আমি কখনই পার্বনা। খুল্লনা । বৎস! সেকি আমি তোর গর্ভধারিণী মায়ের কথা কি অন্যথা কোর্তে আছে । ভালই হোক আর মন্দই # ஆ