পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ २ শ্ৰীমস্তুের মশান গীতাভিনয় । বিশ্বকৰ্ম্ম । ভগবতী। হতাশ হইয়া বৎস ডাকিছে আমার | তাই আমি ডাকিয়াছি যতনে তোমারে। কৰ্ম্মকার রূপে তুমি যাও অবনীতে। গঠ গিয়ে তপ্ততরী রজনী মধ্যেতে। ভক্তাধীন অতি শিশু শ্ৰীমন্ত আমার । ডাকিতেছে মামা বোলে মুখে অনিবার। ভক্তের জননী অামি ভক্তের জীবন । ভক্তবৎসল নাম বিখ্যাত ভুবন । ভক্ত শ্ৰীমন্তের কষ্ট সহনে না যায়। যাও যাও বিশ্বকৰ্ম্ম যাওহে তুরায় ॥ যে আজ্ঞা মা ! চলিলাম তরণী নিৰ্ম্মাণে । ঐীপদপঙ্কজ রজ বিতর সন্তানে | তবপদ রেণু বই নাহিক সম্বল। সাহস ভরসা মম ওপদ কমল ৷ জননি প্রণত হই তব পদ প্রান্তে । দয়া করি পদধূলি দাও শিবকান্তে। (হস্ত প্রসারণ পূৰ্ব্বক উপবিষ্ট) দিলাম চরণ রেণু যাও শীঘ্ৰ করি। বাঞ্ছা পূর্ণ কাৰ্য্য সিদ্ধি হবেহে তোমারি। বিশ্বকৰ্ম্ম | (ভগবতীর পদরজ গ্রহণ করিয়া স্বগতঃ) ধন্য জন্ম পুণ্য মম ধন্য তপোবল । তাই আমি লভিলাম শঙ্কর সম্বল ৷ বিরিঞ্চি বাঞ্ছিত ধন ধরিলাম শিরে। মম সম ভাগ্যবান কে আছে সংসারে ॥ চলিলাম ধরণীতে তরণী গঠতে। দেবের দুল্লভ ধন লইয়া শিরেতে। ( প্রস্থান ) } 浙