পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

藻 紫 কমলে কামিনী দর্শন । ○○ ভগবতী। চল পদ্মা চল যাই কৈলাস ভবনে। পূজিবারে মহেশ্বরে আনন্দিত মনে। (সকলের প্রস্থান ) পঞ্চম গর্ভাঙ্ক। উজ্জয়িনী সদর রাস্তা । দূত দণ্ডায়মান। দূত। ( উচ্চৈঃস্বরে ) খ্ৰীমন্ত সদাগর কাল বাণিজ্যে যাবেন, যে ব্যক্তি আজ দিবারাত্রের মধ্যে সাতখানি তরণী প্রস্তুত করে দিতে পারবে, সদাগর মহাশয় তাকে সহস্ৰ সুবর্ণ মুদ্রা পারিতোষিক দিবেন। ( ধেড়া বাদ্য ) ( বিশ্বকৰ্ম্মার প্রবেশ ) বিশ্বকৰ্ম্ম । কি হে বাপু ! কিসের ধেড়া আর একবার বল না শুনি । দূত । দুস্তর জলধিপার সিংহল পাঠন। শ্ৰীমন্ত বণিকসুত করিবে গমন ॥ কল্য তার দিন স্থির করেছে গণকে । রজনী প্রভাত হোলে যেতে হবে তাকে ॥ দিবা মধ্যে সপ্ততরী যে করিবে গঠন। সহস্ৰ সুবর্ণমুদ্রা পাবে সেই জন। বিশ্বকৰ্ম্ম । চল দূত চল যাই সদাগর পাশে। গঠ দিব সপ্ততরী নিশি অবশেষে। - (উভয়ের প্রস্থান ) -- ф