পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

粥 - 糖 , কমলে কামিনী দর্শন। १७ তাকে আগে থাকতে অনুনয় বিনয় কোরে বোলে কয়ে না এলে, সে জীমন্তের উপর শত্রুত সাধবেই সাধবে, পূৰ্ব্বে | সাবধান কোরে রাখাই ভাল । - পদ্মা ! দেবি । তবে চলুন । ( প্রস্থান । দ্বিতীয় গর্ভাঙ্ক।


প্রয়াগ তীর্থ। (গঙ্গা যমুনা ও সরস্বতী সঙ্গম । ) সরস্বতী। বড় মা ! আপনি তো ভাল আছেন ? গঙ্গা। মা ! ভাল আর কেমন কোরে, একটা সন্তান ছিল, সেও কুরুষুদ্ধে মারা পড়েছে ; প্রাণাধিক পুত্রের শোক যেতে না যেতে দ্বিতীয় শোক-সাগরে পতিত হয়েছি। সরস্বতী । ও মা শোক বিনাশিনি! তুমিই তো জীবের | শোক বিনাশ কর, তুমি আবার কি শোকে পতিত হোলে মা ? গঙ্গা। বৎসে সরস্বতি ! শোকের কথা আর বোল ব কি ? | বলতে চক্ষের জলে বক্ষ ভেসে যায়, কেউ আর গদা পূজা করে না, গঙ্গাতীরে এসে মহিম্ন স্তবও শোনায় না, এখন গঙ্গার গঙ্গা পাওয়াই ভাল । সরস্বতী। মা! তুমি একটা পুত্ৰশোকে এত দূর অধীরা হয়েছ ; আমি বহুপুত্ৰ শোকে অধীর, ছনয়নে নিরন্তর বারি ধারা নির্গত হচ্ছে, ষটপদ যেমন শুষ্ক কাষ্ঠে প্রবেশ কোরে, তার সারাংশ বার কোরে তাকে একেবারে জীর্ণ কোরে তোলে, সেইরূপ পুত্ৰশোক ষটপদ আমার শরীরে প্রবেশ 畿 鯊 У с