পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ X දී) পরিচয় জিজ্ঞাস করিলাম, কিন্তু তিনি এইমাত্র কছিলেন, “যুবরাজ\ভট্টারককে বল—শঙ্খ আসিয়াছে।” স্কন্দ--তাহাকে এখানে লইয়া আইস । দেীবারিক অভিবাদন করিয়া চলিয়া গেল । অগ্নিগুপ্ত জিজ্ঞাসা করিলেন, “শঙ্খ কে যুবরাজ ?” “বলধিকৃত ভানুমিত্র ” “অগ্নিমিত্রের পুত্র ?” “ই৷ ” “সে গৌড়ে ছিল না ?” “হা, তাহাকে আনয়ন করিবার জন্য দূত প্রেরণ করিয়াছিলাম।” এই সময়ে দেবারিক ভানুমিত্রকে লইয়া কক্ষে পুনঃপ্রবেশ করিল। তিনি কোষমুক্ত অসি শিরস্ত্রাণে স্পর্শ করিয়া যুবরাজ, মহামন্ত্রী, মঙ্গবলাধিকৃত ও মহাদণ্ডনায়কে অভিবাদন করিলেক্স । রামগুপ্ত ও অগ্নি গুপ্ত উঠিয়া দাড়াইয়া প্রত্যভিবাদন করিলেন । দামোদর শম্ম! দক্ষিণ হস্ত উঠাইয়া আশীৰ্ব্বাদ করিলেন এবং সুবরাজ তাঙ্গাকে বক্ষে টানিয়া মই কহিলেন, “ভানু, কখন আসিলি ? শিরস্ত্রাণ খুলিয়া দেল ” ভানুমিত্র শিরস্ত্রাণ খুলিয়া কহিলেন, “এইমাত্র আসিলাম, রথ এখনও পথে দাড়াইয়া আছে ” “রথ লইয়া যাইতে বলিয়া দে।” “রথে অন্ত লোক আছে ” “তাহারা আমার আবাসে চলিয়া যাউক ৷” “তোমার আবাসে তাঙ্গাদিগের স্থান হইবে না।” “কেন ?” “পরে বলিব ।” “কবে ?” ভালুমিত্র যুবরাষ্ট্রের কণমূলে অস্ফুট স্বরে কঠিলেন, “রথে করুণা আছে, তাহাকে কোথায় পুঠিাইব ?” সুবরাজ 'ৰিস্মিত হইয়া আর কোন কথা জিজ্ঞাসা করিলেন না, কহিলেন, “রপ মাতার আবাসে পাঠাইয়া দেও।” ভালুমিত্র কক্ষ হইতে নির্গত হইলেন । দামোদর শম্মা দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, “শুন রাম, চন্দ্রগুপ্তের সেবায় দিনযাপন করিয়া অবশেষে আমাকে বৃদ্ধ বয়সে বিদ্রোঙ্গাচরণ করিতে হইবে। কল্য সুন্ধ্যায় দামোদর বিদ্রোহী হইবে । যে মস্তক