পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 করুণা ধ্রুবস্বামিনীর সিংহাসনতলে নত হইয়াছিল তাঙ্গা ইত্ৰলেখার কণ্ঠার চরণতলে লুটাইতে পারিব না।" এই সময়ে অগ্নি গুপ্ত বলি উঠিলেন, “দেব, আমি প্রথমে ভাবিয়া কিছু স্থির করিতে পারি নাই, আপনার যে পথ আমারও সেই পথ । মতাদ গুনায়ক কি করিবেন ?” রাম-অগ্নি, আমি বিবাহ-সভায় যাইব না ষ্টির করিয়াছি। দামোদর--তাঃ হইলে পদচ্যুত হইবে রাম-উ ভুল, কাশীবাস করিব । BBBSBB BK BBB BS SSS BBBB BBB BB BBBS যাঙ্গকে স্বহস্তে অভিষিক্ত করিপ্লাছি, তাঙ্গকে ইন্দ্ৰলেখার কার দ্বার পদচ্যুত হইতে দেখিতে পারিব না। অগ্নি, এখনও যদি গোবিন্দ আসিত ?” “আমি আসিয়াছি।” সকলে সবিস্ময়ে চাঠিরা দেখিলেন, কক্ষের দ্বারে উজ্জল অংশুক পরিহিত জনৈক প্রৌঢ় দাড়াইয়া ভাস্ত করিতেছেন । } তৃতীয় পরিচ্ছেদ কুমার গুপ্তের শ্বশুদ্ধর সন্ধা হইয়াচে, পাটলিপুত্র নগরের রাজপথসমূহে সহস্ৰ সহস্র দীপ জলিয়া উঠিয়াছে। গ্রীষ্মকাল, সুগন্ধি পুষ্পরাজিতে পণ্যশালাসমূহের প্লানপথ ও দ্বার স্বসজ্জিত হইয়াছে। অল্পবয়স্ক বালক-বালিকাগণ ।