পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○求や করুণা যুবরাজ দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া বন্ধুবৰ্ম্মাকে কহিলেন, “বন্ধু, ভানুর কথা শুনিয়া কি উচার অবস্থা বুঝিতে পারিতেছ না ?” বন্ধুবৰ্ম্ম কহিলেন, “পারিয়াছি, কিন্তু যুবরাজ তুমি কি মনে কর ভালুমিত্র একাকী জালন্ধর হইতে জাহ্নবীতীরে আসিয়াছে ? কখনই নহে ।” “চয়ত দুই দশ জন লোক সঙ্গে আসিয়াছিল। কিন্তু তাঙ্গদের লক্টর কি করিবে ?” • 嫌 “শুন, সুবরাজ, দুই দশ জন লোক লইয়া ভানুমিত্র জলন্ধর হইতে আসে নাই, নিকটেই সাম্রাজ্যের সেনা আছে। মঙ্গরাজ-পুত্র, অধীর হইবেন না, এখনও আশা আছে, গুপ্তকুলগেীরবরবি এখনও অস্তমিত হয় নাই । আপনি থাকিলে, স্কন্দ থাকিলে, হয়ত আর্যাবৰ্ত্ত রক্ষিত হইবে। বৃথা আশায় বিশ্ববৰ্ম্মার পুত্র রণক্ষেত্রে পৃষ্ঠপ্রদর্শন করে নাই ।” দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া যুবরাজ কহিলেন, “বন্ধু, তুমি কি কাপালিকের কথায় বিশ্বাস করিয়া বসিয়া আছ?” “কাপালিক মিথ্যা কহে নাই। যুবরাজ, দুই দণ্ড অপেক্ষা কর, যদি দুই দণ্ডের মধ্যে অবস্থার পরিবর্তন না হয়, তখন যথেচ্ছা ব্যবস্থা করি ও ” এই সময়ে উন্মাদ ভানুমিত্র বলিয়া উঠিলেন, “দেখ, বুড়া, দুরে ঘোড়ায় চড়িয়া একজন আসিতেছে, আমার মন বলিতেছে, আমি তাহাকে কোথায় দেখিয়াছি । অশ্বারোগীর আগমনের কথা শুনিয়া বন্ধুবৰ্ম্ম উঠিয়া দাড়াইলেন, এবং কোষবদ্ধ অসি মুক্ত করিয়া কঙ্গিলেন, “মহারাজ-পুত্র, যদি ভানুর কথা সত্য হয় তাহা হইলে হয় আত্মরক্ষা করিতে হইবে নতুবা সহসা আমাদের অবস্থান্তর হইবে। অশ্বারোহী যদি হুণ হয় তাঙ্গ হইলে মরণ আমাদের কাতর আহবান শুনিয়াছে, কিন্তু সে যদি সাম্রাজ্যের অশ্বারোহী হয় তাহ হইলে আজি দিবাকর অস্তমিত হইবার পূৰ্ব্বে হণশোণিতে মথুরার, কলঙ্ককালিমা ধৌত করিব। কিন্তু অশ্বারোহী কুঁই o” দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া মহারাজ-পুত্র কইলেন, "প্ন, বন্ধুবৰ্ম্ম, স্বপ্ন