পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミb" করুণা নগর যখন এক ক্রোশ দূরে তখন তোরণে দ্বিতীয় প্রহরের মঙ্গলবাদ্য বাজিয়া উঠিল, পথিক তাহা শুনিয়া স্থির হইয়া দাড়াইল । তখন শাস্তির সময়ে প্রথম প্রহরের শেষেই নগর তোরণ সমূহ রুদ্ধ হইত, পথিক মঙ্গলবাদ্য শুনিয়া নগরে আশ্রয় লাভের আশা পরিত্যাগ করিল। তোরণে বাদ্যধ্বনি শেষ হইবামাত্র নিকটে আর এক স্থানে অসংখ্য শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল, সহস্ৰ সহস্র দীপ জ্বলিয়া উঠিল ; পথিক সেই দিকে ফিরিয়া দেখিল, নগর তোরণের পাশ্বে পৰ্ব্ব তাকার স্থানে সহস্ৰ সহস্ৰ ক্ষুদ্র দীপ খণ্ঠোতের ন্যায় চলিয় বেড়াইতেছে দেখিয়া সে প্রথমে আশ্চৰ্য্যান্বিত হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে সে দীপমালাভিমুখে অগ্রসর হইল । * সহসা বাদ্যধ্বনি থামিয়া গেল, দীপাবলী নিবিয়া গেল, পথিক চমকিত তুইয়া দাড়াইল । সে তখন আলোকমালার নিকটে আসিয়া পড়িয়াছে, বহু মানবের কণ্ঠস্বর শুনিতে পাইয় পথিক পুনরায় চলিতে আরম্ভ করিল। কিয়ৎক্ষণ পরে সে দেখিতে পাইল একদল শ্রেণীবদ্ধ মতুযু তাহার দিকে আসিতেছে। তাহাদিগের মধ্যে একজন জিজ্ঞাসা করিল, “কে আসে ?” পথিক কহিল, “আমি পথশ্রান্ত পথিক, নিকটে বহু আলোক দেখিয়া আশ্রয়ের সন্ধানে আসিতেছিলাম কিন্তু আমি আসিতে আসিতে আলোকমালা নিবিয়া গেল। কোন পথে গেলে আশ্রয় পাইব বলিতে পারেন ?” যে প্রশ্ন করিতেছিল সে নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, “তুমি কোথা হইতে আসিতেছ?” পথিক কহিল, “বালীক নগর হইতে, এ কোন স্থান ? “পুরুষপুর, নগরোপকণ্ঠ ” “এত আলোক কোথায় জলিতেছিল ?” “কণিক্ষ-চৈতে ” “কেন ?” “তুমি বোধ হয় সদ্ধৰ্ম্মী নহ ? ইহা দ্বিতীয় যামের আরত্রিক।” “আমি ব্রাহ্মণ, এখানে কি প্রহরে প্রহরে আরতি হয় ?” “হঁ৷ ” “কতদূর গেলে আশ্রয় পাইব ?” “তুমি আমার সহিত আইস ” “চৈত্যে কি আশ্রয় পাইব না ?” “কণিষ্কবিহার সংস্কার করা ভিক্ষোপজীবী ভিক্ষু শ্রমণের কার্য্য নহে। মহাশয়,