পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v3yo করুণ ক্ষুদ্র প্রদীপ জ্বলিতেছিল, পথিক তাঙ্গার আলোকে দেখিলেন যে, দূরে একটি ক্ষুদ্র কক্ষে আর একটি প্রদীপ জলিতেছে এবং কক্ষের দ্বারে একজন দীর্ঘাকার গৌরবর্ণ ভিক্ষু দাড়াইয়া আছেন। বুদ্ধরক্ষিত তাঙ্গর চরণ যুগল স্পর্শ করিয়া প্রণাম করিলেন, ব্রাহ্মণ করদ্ধয় ললাটে স্পর্শ করিয়া অভিবাদন করিলেন । দীর্ঘাকার ভিক্ষু কঠিলেন, “স্বাগত, মহাশয় কি বালীক দেশ হইতে আসিতেছেন ?” পথিক কঠিলেন, “হা, আমার নাম বিষ্ণুভদ্র, বালীক নগরে আমার বাস, সম্প্রতি বিশেষ কার্য্যে আর্য্যাবৰ্ত্তে আসিয়াছি । মহাশয়, আপনি অতিথি, আমার অপরাধ মার্জনা করিবেন । আপনাকে পাদ্য অর্ঘ্য আচাৰ্য্য ও পানীর না দিয়া এই স্থানে বিশেষ কার্য্যে আনয়ন করিতে হইয়াছে, চণ্ঠ আধ্য সেবকের উপযুক্ত কার্য্য নহে, কিন্তু আমাকে বাধা তই এইরূপ ভদ্রাচীরবিরুদ্ধ আচরণ BBB BBBBS BBB BB BBBBB BBBB BB BBBB BB বাহুল্যকদেশ সম্বন্ধ কয়েকট কথা জিজ্ঞাসা করিবার জন্য আপনাকে ক্লেশ দিয়াছি।” “কি কথা, জিজ্ঞাসা করুন ? “আমার জিজ্ঞাস্য বিষয় অতি গোপনীয়। বুদ্ধরক্ষিত, তুমি অতিথির আগম পানীয় আমার কক্ষে আনয়ন কর।” ভিক্ষু প্রস্থান করিলে উভয়ে কক্ষে প্রবেশ করিলেন। বিষ্ণুভদ্র দেখিলেন যে, ক্ষুদ্র কক্ষটি সহস্ৰ সংস্র গ্রন্থে পরিপূর্ণ, এক কোণে একটি স্কৃতের উজ্জল প্রদীপ জ৮ি:তছে, তাতার নিকটে একখানি আসন, মন্তাধার, লেখনী ও কয়েকখগু ভূৰ্জপত্র। আসনের পাশ্ব গৃহতলে একটি ক্ষুদ্র শয্যা । সঙ্ঘস্থধির অতিথকে শয্যায় উপবেশন করিতে অনুরোধ করিয়া স্বয়ং আসনে উপবেশন করিলেন। সঙ্ঘস্থবির জিজ্ঞাসা করিলেন, “মহাশয় কতদিন পূৰ্ব্বে বালীকনগর পরিত্যাগ করিয়াছেন ?” “প্রায় দুইমাস।” “কোথায় গমন করিবেন?” “পুরুষপুরে যদি উদ্দেশ্য সিদ্ধ না হয় তাহা হইলে জালন্ধরে, জালন্ধরে যদি কৃতকাৰ্য্য না হই