পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬২ করুণা গিয়া দাড়াইলেন । দীর্ঘ শূল বুদ্ধের দেং বিদ্ধ করিল, উষ্ণ শোণিত সম্রাটের শুভ্র ফুসন রঞ্জিত করিল, স্কন্দ গুপ্ত উভয় হস্তে কৃষ্ণ গুপ্তের পতনোন্মুখ দেহু ধারণ করিলেন । বৃদ্ধের মুখে হাসি ফুটিয়া উঠিল, মরণকা তরকণ্ঠে উচ্চারিত হইল, “নারায়ণ– স্বামিধৰ্ম্ম – স্কন্দ-শেলের সেদিন – স্মরণ করি ৪—বাসুদেব—” বুদ্ধ মঙ্গপ্রতাঙ্গরের প্রাণষ্ঠান দেহ সৈকত ভূমিতে রক্ষা করিয়া স্কন্দগুপ্ত বক্ষ অনাবৃত করিলেন, পিঙ্গল কেশ প্রস্তামগুলের ন্যায়ু মুখের চারি দিকে ছড়াইয়া পড়িল, সমাট কছিলেন, “বন্ধুগণ, মগধের তুলনায়, আর্যভূমির তুলনায় ক্ষুদ্র স্কন্দ গুপ্ত তুচ্ছ, তাহার শোণিত পানে যদি তৃপ্ত হও, যদি কৰ্ত্তৰ বিস্তু ত না হও, যদি আর্যভূমির লক্ষ লক্ষ অসহায় নরনারীর প্রতি রূপাপরবশ হও, তাঙ্গ হইলে দ্বিতীয় শূল নিক্ষেপ কর, নতুবা অনুমতি কর, চন্দ্রধরের পুত্রের ন্যায় আত্মবলি দিয়া স্বদেশবাসীর মনস্কামনা পূর্ণ করি । ক্ষণকাল পূৰ্ব্বে তাঙ্গর ভস্মরাশি যেখানে জাঙ্গবীজলে ভাসাইয়া দিয়া আসিয়াছি স্কন্দের নশ্বর দেহ সেই স্থানে নিক্ষেপ করি ও ” সহসা যেন ইন্দ্রজালবলে সহস্ৰ সহস্ৰ পাটলিপুত্রিক নাগরিক শুষ্ক বেলাভূমিতে পতিত হইল, আবালবৃদ্ধবনিতা সেই ক্ষুদ্র সুবার চরণগ্রান্তে নতশির হুইল । স্কন্দ গুপ্ত তখন অন্ধ, বদন নীলনভোস্থলের দিকে, তিনি পুনরায় বলিয়া উঠিলেন, “বন্ধুগণ, বন্ধুর কার্য্য কর, দ্বিতীয় শূল নিক্ষেপ কর, এই দেহ পিতৃভূমির সেবায় উৎসর্গ করিয়াছি, এ প্রাণ পিতৃভূমির কার্য্যে ব্যয় হউক। আমি মাগধ, মগধবাসীর ইচ্ছা পূর্ণ হউক, তপ্ত মগধভূমির পিপাসা আমার শোণিতপানে তৃপ্ত হউক, কিন্তু আর্য্যভূমি রক্ষিত হউক, অসংখ অসহায় নরনারী রক্ষিত হইবে।” সহস্ৰ সহস্ৰ পাটলিপুত্রিক নাগরিক, দণ্ডবং ভূমিতে পতিত রহিল, দ্বিতীয় শূল আসিল না, দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া সম্রাট কছিলেন, “মাগধগণ, তবে কি আমার ভিক্ষাপূর্ণ করিলে—” : -

  • }

t