বিষয়বস্তুতে চলুন

পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ *ري "কেন প্রভূ ? ইন্দ্রলেখা ত বহুদিন আপনার নিকুট হইতে সরিয়া গিয়াছিল । ফল্গুযশ মরিয়া গিয়াছে, তাহার পরে ইন্দ্রলেখা বহু অর্থ উপার্জন করিয়াছে। এখন নগরের বহুশ্রেষ্ঠ অপেক্ষ গণিকা ইন্দ্রলেখ ধনশালিনী । আপনি ত তাহার কোন অপকার করেন নাই ?” “করিয়াছি, আমি ইন্দ্রলেখার মনোরথ-সিদ্ধিতে ব্যাঘাত জন্মাইয়াছি । সে কথা কি তোমরা শুন নাই ?” “শুনিয়াছি । আপনার জন্য বৃদ্ধ মহারাজাধিরাজের সহিত ইন্দ্ৰলেখার কন্যার বিবাহ হয় নাই।” “সেইজন্তই সে আমাকে হত্যা করিতে চাহে । গোবিন্দ গুপ্ত জীবিত থাকিতে বেশু্যার গর্ভে নটের ঔরসজাত কন্যার সহিত আৰ্য্যাবর্তের অধীশ্বরের বিরাহ অসম্ভব ।” “প্রভু, ইন্দ্রলেখা কি বলিয়া পাঠাইয়াছে ?” “সে কেবল আর একবার আমার মুখখানি দেখিতে চাহে।” “আপনি কি অদ্য রাত্রিতে তাহার গৃহে যাইবেন ?” “না, সৰ্ব্বপ্রথমে কুকুটারামের পাশ্বে যে ভাবে তাঙ্গর সহিত সাক্ষাৎ করিতাম, তাঙ্গ তোমার স্মরণ আছে কি ?” “আছে ” “অষ্ঠ রাত্রিতে সেইভাবে সাক্ষাৎ করিব । দেখ, অদ্য আত্মরক্ষার জন্য সাম্রাজ্যের প্রতীহার অথবা শরীররক্ষিগণকে ব্যবহার করিতে চাহি না, তুমি অদ্য আমার দেহরক্ষা করিবে।” “প্রভুর আজ্ঞা শিরোধাৰ্য্য ” “বৌদ্ধসঙ্ঘের আচার্য্যের উপযুক্ত কাৰ্য্য বটে। মুরারি, তুমি ভিক্ষু হইলে কেন ?” “মহাপ্রতীঙ্গরের ভয়ে, প্রভু, চীবর ও গৈরিকের ন্যায় আত্মগোপনের উপায় আর কিছুই নাই।” “চীবর ত্যাগ করিতে প্রস্তুত আছ?” “প্রভুর . আদেশ পাইলে এই দণ্ডে প্রস্তুত আছি ” “সে, পরের কথা । অদ্য রজনীর প্রথম যাম হইতে শোণ্ডিকবীথিতে শতাধিক অস্ত্রধারী অনুচর রাখিবে। তাহারা তোমার শঙ্খধ্বনি শুনিলে কুকুটারামের উত্তর পাশ্বে উপস্থিত হইবে । সেইস্থানে বৃক্ষতলের মন্দির ও চৈত্যগুলির অন্তরালে শতজন অস্ত্রধারী নির্বাচন করিয়া রাখিবে —আর তুমি স্বয়ং আমার দ্যায় জাল বৰ্ম্ম পরিধান করিয়া শোণ্ডিক অক্ষয়নাগের বিপণীতে উপস্থিত