পাতা:কর্ণানন্দ.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>巻b" কর্ণানন্দ । প্রভু করুণার সিন্ধু। পীতকির ত্রাণ হেতু তুমি দীনবন্ধু ॥ দন্তে তৃণ ধরি আমি এই মাত্র চাঙ। জন্মে জন্মে যেন তুয়া পরিকরে গাঙ ॥ তুয়াপদে ওহে প্রভু কি কহিব আর । অধম দুৰ্গম জনে কর অঙ্গীকার ॥ পাতকির ত্রাণ হেতু তোমার অবতার। অতএব উদ্ধার প্রভু মো হেন দুরাচীর ॥ মুঞি ছার হীনবুদ্ধি নিবেদিব কত । নিজ চিত্তে বুঝি কর যেবা মনোনীত ॥ নিগ্রহ করহ কিবা কর অনুগ্রহ । জগমাঝে কেহ নাহি বুঝি দেখ এহু ॥ দয়া কর আছে প্রভু লইনু শরণ। কৃপা করি কর মোর বাঞ্ছিত পূরণ ॥ তুয়া বিনু আহে প্রভু মোর নাহি গতি । দীনহীন জনে দয়া করহ সম্প্রতি ॥ দৈবক্রমে অন্য জন্ম হয়ে ত আমার । সেখানে সিলয়ে যেন তুয়া পরিকর । বহু ভাগ্যে ; তুয়া পরিকরে জনমিয়া । আশা পূর্ণ কর প্রভু সদয় হইut ॥ তবে পূর্ণ হয় প্রভু মন অভিলাষ । জন্মে জন্মে হঙ তুয়া দাসের অনুদাস সম্বরণ কর চিত্তে স্বদাস দেখিয়া । তথাপি হ তোমার গুণে খলবল হিয়৷ ৷ কত পাপী উদ্ধারিলা করুণ বাতাসে } পাতকী অবধি প্রভু রহি গেল দেশে ॥ হেন জনে উদ্ধtরিয়া দেখাও নিজ বল। পাতকি উদ্ধার নাম তবে সে সফল ॥ নিবারণ করি যদি আপনার ক্ষোভে । তথাপি হ তুয়া গুণে উপজয়ে লোভে ॥ সাধ্য সাধন অtমি কিছুই না জানি । তোমার সম্বন্ধে ভূত্য এইমাত্র জানি ॥ কৃপা করি পূর্ণ কর আশার বন্ধন । এ দীন দুঃখিত জনের এই নিবেদন ॥ বৈষ্ণব গোসাঞি মোর পতিতপাবন । কৃপা করি দেহ প্ৰভু চরণে শরণ ॥ আদোষদরশী চিত্ত তোম। সবীকার । অতএৰ