পাতা:কর্ণানন্দ.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম নির্যাস । জয় জয় মহাপ্রভু পতিতের ত্রাণ ৷ জয় জয় নিত্যানন্দ করুণানিধান ॥ জয় জয় সীতানাথ অদ্বৈত ঈশ্বর । জয় জয় শ্ৰীবাস৷দি প্রভুর পরিকর ॥ জয় জয় স্ত্রীস্বরূপ গোসাঞি দামোদর । জয় জয় শ্রীরামীনন্দ রসের অt কর ॥ জয় রূপ সনাতন পতিতপাবন । জয় জয় শ্ৰীগোপালভট্টের চরণ ॥ জয় রঘুনাথ ভট্ট শ্ৰীদাস গোসাঞি। জয় জয় হউ সদ। শ্ৰীজীব গোসাঞি ॥ জয় শ্ৰী আচার্য্য প্রভু করুণ সাগর । জয় জয় রামচন্দ্র সহ সহোদর ॥ জয় শ্রীবৈষ্ণব গোসাঞি পতিতপাবন । দন্তে তৃণ করি মাগে। দেহ এই ধন ॥ শ্ৰী আচাৰ্য্য প্রভুর পদ প্রাপ্তির লালসে । কৃপা করি পূর্ণ কর এই অভিলাষে ॥ শুন শুন ভক্তগণ করি নিবেদন । পরম পবিত্র কথা করহ শ্রবণ ॥ গ্রন্থ শুনি প্রভু তবে প্রসন্ন হইয়। অনেক করিল। কৃপা তাঙ্গচিত্ত হইয়। ॥ শুন শুন’ তাহে পুত্ৰ কহিয়ে তোমারে । মোর প্রভুর পদস্থ ৰ্ত্তি তোমার অন্তরে ॥ তলে শ্ৰীমতীর দুটি চরণে ধরিয়া । বহু প্ৰণমিল মুঞি ভূমে লোটাইয়া ॥ শুন শুন প্রভু তুমি দয়। কর মোরে । বড়ই সন্দেহ মোর আtছয়ে অন্তরে ॥ কৃপা করি কর যদি সন্দেহ ছেদন । শ্ৰীমুখের বাক্য শুনি জুড়য়ে শ্রবণ ॥ প্রভু কহে কি সন্দেহ কহ দেখি শুনি । তবে মুঞি প্রভুপদে কহিলাম বাণী ॥ প্রভুর চরিত্র কথা জাহ্নবী তাদেশে। রচিলেন প্রেমবিলাস নিত্যানন্দ দাসে ॥ গ্রন্থ লইয়। প্রভু যবে আইলা গোঁড় দেশে । তাহতেই এই