পাতা:কর্ণানন্দ.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম নির্যাস । 畿 *२६:: বাক্য লিখিলা বিশেষে ॥ গ্রন্থের চুরির কথা তিহে যে শুনিয়। উছলি পড়িল ঘাই কুণ্ডেই যাইয়। বড়ই বিরক্ত চিত্ত ধৈৰ্য্য নাহি রয় ! হায় হয়ে হেন দুঃখ সহেন না যায় ॥ শ্ৰীদাস গোস্বামী আগে দেহ ত্যাগ কৈল । ইহা শুনি চিত্তে মেীর সন্দেহ জন্মিল ৷ শ্ৰীল কবিরাজ গোসাঞি লিখিলা সূচকে । একে একে তাহ আমি লিখিল প্রত্যেকে । “ভূয়tৎ ঔীরঘুনাথ দাসঃ” এই ত লিখন । বড়ই সন্দেহ পদে কৈল নিবেদন ॥ রঘুনাথ অপ্রকট কবিরাজ লাগে। সূচকেতে এই কথা লিখিলা মহাভাগে ৷ কবিরাজ আগে অপ্রকট রঘুনাথে।' কবে সে হুইব গোসাঞি নয়নের পথে ॥ এই বাক্য গোলাঞি লিখিলা বার বীর । চিত্তেতে সন্দেহ মোর বাড়িল তাপার ॥ বড়ই সন্দেহ পদে কৈল নিবেদন । কৃপা করি কর প্রভু সন্দেহ ছেদন ॥ শুনি ঠাকুরাণী বড় হরিষ অস্তরে । কহিতে লাগিল। তবে বচন মধুরে । শুন পুত্র পূর্বে প্রভু * মুখেতে শুনিল। এই কথা রামচন্দ্র প্রভুকে জিজ্ঞাসিল ॥ তার প্রত্যুত্তর প্রভু যেবা কিছু দিল। তাহা শুনি রামচন্দ্র স্থখ বড় পাইল ॥ নিকটে থাকিয়া আমি শুনিল যে কথা । সেই সব কথা তোমায় কহিয়ে সৰ্ব্বথা ॥ প্রভু কহে রামচন্দ্র কহিয়ে বচন কহি যে আশ্চর্য্য কথা করছ শ্রবণ ॥ অনন্ত গুণ রঘুনাথের কে করিবে লেখা । রঘুনাথের নিয়ম ০যেন পাষাণের রেখা। গোস্বামি-প্রতিজ্ঞ এই স্থদ্বঢ় নিশ্চয় । প্রতিজ্ঞ যে কৈল তাহ অন্যথা না হয় ॥ শ্রীরূপ বিচ্ছেদে গোসাঞি কাতর অস্তরে। অন্ধপ্রায় রছিলেন রাধাকুণ্ডতীরে ॥ বড়ই বিয়োগে গোসাঞি কাতর অন্তর । কিরূপে