পাতা:কর্ণানন্দ.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম নির্যtল । `ඵ ঘিঁহে। ধন্য অতি হইল ॥ নিগুঢ় তাহার ভাব কে কহিতে পারে। রাধাকৃষ্ণ লীলা স্ফরে যাহার অন্তরে ॥ সদা হরিনাম যিহে করেন গ্রহণ। প্রভুর চরণ দুটা অন্তরে স্ফুরণ। তবে প্ৰভু কৃপ। কৈল গোপাল মণ্ডলে। প্ৰভু পদে নিষ্ঠ যার অতি নিরমলে । প্রভুর শ্বশুর দুই অতি বিচক্ষণ । দোহার চরিত্র কিছু না য়ায় বর্ণন ॥ ফুহে অতি শুদ্ধাচার নিরমল তনু। মহাপ্রভুর পদ ধ্যান নাহি ইহা বিনু ॥ শ্ৰীগোপাল চক্রবর্তী প্রভুর প্রিয় ভূত্য । অবিশ্রাম ঝরে আঁখি করে কীৰ্ত্তনে মৃত্য ৷ অীর শ্বশুর শ্রীরঘুনন্দন চক্রবৰ্ত্তী। প্রভু কৃপ। পাইয়া যি হে হৈলা কৃতকীৰ্ত্তি ॥ দুই শুীলক প্রভুর তাহ কহি শুন । দুই জনে হৈলা প্রভুর কৃপার ভাজন ॥ জ্যেষ্ঠ শুমদাস চক্রবর্তী মহাশয় । প্রভুর কৃপাপাত্র হয় সদয়হীদয় ॥ তিহো ত পণ্ডিত হয় ঐীভাগবতে ॥ ভাগবত পদে ফিহে প্রেমে মহামত্তে ॥ তাহার অনুজ অতি ভক্ত মহাশয় । ফরিদপুরবাসী কহি তাহার আলয় ॥ রামচরণ চক্রবর্তী প্রভুর সেবক । তার স্থত শিষ্যগণ কহিব কতেক ॥ লক্ষ হরিনাম জপে সংখ্যা করিয়া । রাধ। কৃষ্ণ লীলা কথা কহে আস্বীদিয়া ॥ কীৰ্ত্তন লম্পট বড় সদt নাচে তথা । সদা অশ্রু ঝরে আঁথি প্রেম পূর্ণ যথা ॥ বৈষ্ণবগণের প্রাণ স্নিগ্ধ পাত্র মত। তাহার অনন্ত গুণ কে গণিবে কত ॥ প্রভুর কৃপাপাত্র এক চট্ট কৃষ্ণদাস । লক্ষ হরি নাম জপে নামেই বিশ্বাস ॥ তাহার সেবক যত নাহি তার অন্ত । সবে হরি নামে রত সবে গুণবন্ত ॥ বনমালী দাস নাম বৈদ্যকুলে জন্ম। প্রভুর প্রিয় সেবক কে বা জানে তার