৯২ কর্ণানন্দ । বিনা যার অন্য নাহি চিতে ॥ আর দুই পুত্ৰ মাতার সেবক হইলা। রাধাবিনোদ কিশোরী দাস ভক্তিপর ॥ কর্ণ পুর কবিরাজে প্রভু দয়া কৈল । প্রভুর শাখা বর্ণনাতে ঘিঁহে। ধন্য হৈল ॥ অপার ভজন যার না পারি কহিতে। সদা মগ্ন রহে যিহে মানস লেবাতে ॥ লক্ষ হরিনাম ঘিঁহে। করেন গ্রহণ। এই মতে রহে যিহে সুখাবিষ্ট মন ॥ তবে বনবিষ্ণুপুর প্রতি কৃপা কৈলা । সেখানে অনেক শিষ্য প্রকাশ হইল ॥ তবে শ্ৰীআচার্য্য ব্যাস প্রতি দয়া কৈলা । তাহাকে সেবক করি বহু শিখাইলা ॥ সে সব রহস্য গুণ কহনে না যায়। তিহে মহাবিজ্ঞ অতি প্রেমী মহাশয় ॥ উীর শাখা উপশাখা অনেক হইল। তারা মহাভাগবত জগৎ তারিল। ক্রবংশীদাস ঠাকুর যেই মহাশয় । প্রভুর প্রিয় শাখা হয় মধুর আশয় ॥ হরিনামে রত সদা লয় হরিনাম । সংখ্যা করি জপে নাম সদা অবিশ্রাম ॥ শ্ৰীগোপালদাস ঠাকুর প্রভুর এক শাখা। প্রভুর পরম প্রিশ্ন গুণের নাহি লেখা ॥ বঁধইপাড়াতে বাড়ি শ্ৰীকৃষ্ণ কীৰ্ত্তনিয় । যাহার কীর্তনে যায় পাষণ গলিয় ॥ ক্রীরূপঘটক নাম প্রভুর প্রিয় ভূত্য। রাধাকৃষ্ণ নাম বিনা যার নাহি কৃত্য ॥ তার পর দয়া কৈল রঘুনন্দনদীসে ঘটক বলিয়া খ্যাতি দিলেন সন্তোষে ॥ ছুই ঘটক হয়েন মহাগুণবানে। প্রভুর চরণ দোহে সৰ্ব্বস্ব করি জানে। হুধাকর মণ্ডল প্রভুর ভূত্য এক জন। তাঁর স্ত্রী শু্যামপ্রিয় কৃপার ভাজন ॥ তার পুত্র রাধী বল্লভ মণ্ডল স্বচরিত। হরিনাম বিন যার নাহি আর কৃত্য ॥ তরে প্রভু কামদেব মণ্ডলে কৃপ। কৈল। প্রভু কৃপা পাঞ
পাতা:কর্ণানন্দ.djvu/২০
অবয়ব