বিষয়বস্তুতে চলুন

পাতা:কর্ণানন্দ.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 。 কর্ণানন্দ । ,eمجسبديعمجمح.ممده ঠাকুরাণী কহে তবে প্রভুর সমাচার। বুঝিলেন রামচন্দ্র প্রভুর বিচার ॥ তবে ঠাকুরাণী তীরে গৃহেতে লইয়া। আনি লেন তারে অতি যতন করিয়া । হাতে ধরি লইলেন হৃষ্টচিন্ত হইয়া। ভক্তগণ আইলেন পাছে ত লাগিয়া ॥ ঠাকুরাণী কহে শুন পুত্র রামচন্দ্র । তুমি আইলে এবে সবার হইবে আনন্দ ॥ প্রভুরে যাইয়। তবে পরণাম করে । লোটাঞ লোটাঞা পড়ে ভূমির উপরে ॥ প্রণাম করিয়া তবে পুছেন কারণ । ঠাকুরাণী কহে তবে সব বিবরণ ॥ তিন দিন তোমার প্রভু বসিয়া সমাধি। তোমা দেখি গেল মোর হৃদয়ের ব্যাধি । তোমার নিমিত্তে প্রাণ ধরিয়া আছিয়ে । শুন শুন আহে পুত্ৰ নিশ্চয় কহিয়ে ॥ তোমার যত গুণ পুত্র প্রভু-মুখে শুনি । তোমা দেখি তাহে পুত্র জুড়ায় পরাণি ॥ যত যত শুনি পুত্র তোমার গুণ গান । প্রভু-মুখে শুনি তাহ। আনন্দিত মন | তোমার গুণ আমি কত করিব ব্যাখ্যান । তামরা নহিয়ে পুত্র তোমার সমান ॥ তুমি সে জানহ পুত্ৰ প্রভুর হৃদয় । অন্যথা নাহিক ইথে কহিনু নিশ্চয় ॥ ধন্য ধন্য তাহে পুত্ৰ তুমি ভাগ্যবান । প্রভু সদা তোমার গুণ করেন ব্যাখ্যান ॥ ঈশ্বরীর মুখে রামচন্দ্র বচন শুনিয় । পরণম করে কত ভূমে লোটাইয়া ॥ উঠি রামচন্দ্র তবে যোড় হাত করি। শ্ৰীমতীর তাজ্ঞা লইয়া করে শিরোপরি ॥ তবে শ্ৰীমতী রামচন্দ্রের হস্তেত ধরিয়া । লইলেন যথা প্ৰভু ধ্যানেতে বসিয় ॥ রামচন্দ্র যাই তবে প্রভুরে দেখিয়া"। ভাবেতে নিমগ্ন দেখে নয়ন ভরিয়t ॥ জড় প্রায় বসিয়াছে নাহিক চেতন । শ্বাস প্রশ্বাস নাহি দেখে উদর-স্পন্দন ॥