তৃতীয় নির্ধাপ । 8 দেখি রামচন্দ্র তবে নাসায় হাত দিয়া । কহিতে লাগিলা কথা মধুর করিয়া ॥ হেন অদভুত ভাব না দেখি নয়নে । পুর্বে মহাপ্রভুর ভাব শুনেছি শ্রবণে ॥ এবে তাহা সাক্ষাতে ভাব দেখিল নয়নে । প্রগাঢ় প্রগাঢ় ভােব জানিলেন মনে ॥ বস্ত্রেতে আবৃত তবে প্রভুরে করিয়া । শ্ৰীমতীর পাদপদ্ম সস্তকে বন্দিয় ৷ বস্ত্রেতে ভাষ্কৃত তাতে করিলা প্রবেশ । জানিলেন সৰ্ব্বকাৰ্য্য অশেষ বিশেষ। তবে রামচন্দ্র কহে শ্ৰীমতীর প্রতি । দণ্ড দুই অবধি প্রভু করিবে সম্প্রতি ॥ দুই দণ্ড ব্যতীত তবে উচ্চ করিয়11 শুনাইবেন হরিনাম শ্রবণ পশিয় ॥ ধ্যান ভঙ্গ হইবেক কহিল নিশ্চয় । জানিবেন সব কাজ ইথে তান্য নয় ॥ প্রভুদত্ত সিদ্ধদেহ করি আরোপিত । জানিল সকল কাৰ্য্য ঘেব মনোনীত ॥ যমুনাতে আভরণ পদচিহ্ন পরে । পদ্মপত্র ঢাকিয়াছে তাহার উপরে ॥ তাহ মা পাইয়া এবে হৃদয়ে চিন্তিত। হেনকালে সেই স্থানে গেল! অtচম্বিত ॥ শ্ৰীমণিমঞ্জরী তবে তাহারে দেখিয়া । আইস আইস বলি কহে উল্লসিত হইয় ॥ ইবে সে না পাইনু আমি রাধীর আভরণ । তোমারে দেখিয়া অামি হইনু পরসন্ন ॥ তবে দুই জনে করে জল নিরীক্ষণ । খুজিতে খুজিতে দুহে ফেরে অনুক্ষণ ॥ পদ্মপত্রঢাকি যথা আছে অভরণ। পত্র দূর করি তাতে পাইল তখন ॥ পাইল আভরণ তবে হাতে ত লইয়া । মনের আনন্দে তাহ লইল হাসিয়া । ধন্য ধন্য তুমি সখী অতি ভাগ্যবান । এইমত কত কত করেন ব্যাখ্যান ॥ জলে হইতে উঠিলেন আভরণ লইয়া । তীরে ত আইল জু হে মহাহৃষ্ট হইয়া ॥ তথায় শ্রীরাধাকৃষ্ণ ভোজন সমাপিয়া
পাতা:কর্ণানন্দ.djvu/৫৫
অবয়ব