পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৪
কলিকাতার ইতিহাস।

এবং তাঁহার মন্ত্রিসভার সদস্যগণ উহার পৃষ্ঠপোেষক হইলেন। লণ্ডন নগরের ওয়ালব্রুক নামের স্থানের সেই ষ্টিফেন গির্জ্জার আদর্শে একটী গির্জ্জা নির্মাণের প্রস্তাব হইল। যেমন আদর্শ স্থির হইল, অমনই তাহার একটী নক্সা কর্ণেল পোলিয়ায় এবং আর একটী নক্সা কর্ণেল ফোর্টন্যাম অঙ্কিত করিলেন। ১৭৮৩ সালের ১লা ডিসেম্বর তারিখে, বিলিং কমিটির প্রথম অধিবেশন হয়, ৩৫,০৫০ টাকা চাঁদা দ্বারা এবং ২৫,৫৯২ টাকা লটারি দ্বারা সংগৃহীত হইয়াছিল। মহারাজ নবকৃষ্ণ বাহাদুর ৬ বিঘা জমি দান করেন। তৎকালে উহার মুল্য ৩০,০০০ টাকা। চাম্পানী তাঁহাদের রাজস্ব হইতে শতকরা ৩ টাকা প্রদান করেন এ বিষয়ে লোকে এতদূর আগ্রহান্বিত হইয়া উঠিয়াছিল যে, উহার ভিত্তিপ্রস্তুরস্থাপনের দিন গভর্ণর জেনারেল সাধারণ ইংরেজদিগকে প্রাতঃকালে নিমন্ত্রণ করিয়া খাওয়াইয়াছিলেন। প্রধান প্রধান গভর্ণমেণ্ট কর্ম্মচারীরা মহাড়ম্বরে ঐ স্থানে গমন করিয়াছিলেন। এই উপলক্ষে চার্লস গ্রাণ্ট গৌড় হইতে কতকগুলি বৃহদায়তন মর্ম্মর প্রস্তর ও অন্যান্য আসল পাথর আনয়ন করেন। ডেভিস সাহেব গির্জ্জাটী ভূষিত করিবার ভার গ্রহণ করেন। হল নামক একজন ব্যারিষ্টার, বিনা পারিশ্রমিকে চুক্তিনামা লেখাপড়া করিয়া দেন। সুপ্রশিদ্ধ প্রাচ্য-ভষাবিৎ উইলকিন্স বারাণসীতে প্রস্তুত প্রস্তরসমুহের গঠনের তত্ত্বাবধান করেন। আর্ল কর্ণওয়ালিস ৩,০০০ সিক্কা টাকা প্রদান করেন। সুপ্রসিদ্ধ চিত্রকর জোফানি বিনামূল্যে বেদী চিত্রিত করিয়া দেন। এই নূতন গির্জ্জা নির্মাণ করিতে তিন বৎসর লাগিয়াছিল। অবশেষে আর্ল অব্ কর্ণওয়ালিস্ ১৭৮৭ অব্দের ২৪ শে জুন তারিখে ইহা উন্মুক্ত করেন। ইহার প্রাঙ্গণে অনেক বিখ্যাত