পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম অধ্যায়।
২৫৯

পরন্তু সবিশেষ দক্ষতাসম্পন্ন লেখক বলিয়াই তিনি সমধিক প্রসিদ্ধ। ষ্টেটসম্যানের সহিত সংস্রবে আসিবার পূর্বে তিনি"ইণ্ডিয়ান একনমিষ্ট” নামক কলিকাতায় আর একখানি পত্র সম্পাদন করেন। ঐ সময়ে বাঙ্গালা গভর্নমেণ্ট তাহার নামে একটি মানহানির মোকদ্দমা উপস্থিত করেন। উহা আপোষে মিটিয়া যায়, এবং নাইট সাহেব নগদ ২০,০০০ টাকা ক্ষতিপূরণ স্বরূপ প্রাপ্ত হইয়া ইণ্ডিয়ান একনমিষ্ট পত্রের লাভালাভের স্বত্ব গভর্ণমেণ্টের নিকট বিক্রয় করেন। হায় সমসাময়িক ইংরেজ লেখকগণের মধ্যে সংবাদপত্র সম্পাদন পটুতায় তাঁহা অপেক্ষা কেহ শ্রেষ্ঠ ছিলেন কি না সন্দেহ। অর্থনাতিঘটিত বিষয়সমূহের আলোচনায় তিনি সবিশেষ দক্ষ ছিলেন। তিনি যাহা কিছু লিখিতেন, তাহাতেই তাঁহার স্বাধীনচিত্ততা, উদার সহানুভূতি ও লিপিকৌশলের সৌন্দর্য প্রকাশ পাইত এবং তজ্জন্য তাহার কাগজখানি দেশমধ্যে বিলক্ষণ ক্ষমতাশালী ও দেশীয় শিক্ষিত সম্প্রদায়ের বিশেষ প্রিয়পাত্র হইয়া পড়ে। তিনি প্রকৃতই ভারতের হিতৈষী মিত্র ছিলেন। ভারতবাসীরা তৎকৃত উপকারসমূহ কখনই বিস্মৃত হইতে পারিবে না। আর্থিক অবস্থা সম্বন্ধে এই সংবাদপত্র বানিকে নানারূপ ভাগ্যবিপর্যয় অতিক্রম করিতে হইয়াছিল; কিন্তু তিনি মৃত্যুকালে ইহাকে বিলক্ষণ লাভজনক কারবার করি আপনার উত্তরাধিকারীদিগকে দিয়া গিয়াছেন। অধুনা ইহা ভারতের মধ্যে একখানি সমধিক প্রচার ও প্রতিষ্ঠাসম্পন্ন সংবাদপত্র।


    নাইট সসাগেব! অবসর গ্রহণ করেন, এবং তাহার ভারতীয় বন্ধুগণ তৎকৃত মহোপকারসমুহ স্মরণ করিয়া কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ তাহাকে এককালীন ৭৫,০০০ টাকা প্রদান করেন।