পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় অধ্যায়।
৩৭

রাধাকান্তদেব বাহাদুর কে, সি, এস, আই মহোদয়ের মতে কলি ক তার আদি নাম “কিলকিলা” ছিল। গ্রোস সাহেব বলেন, “ভাগীরথী নদার উপরিস্থ প্রথম নগর কলিকাতা। কলিকাতা মোটা কাপড়, শস্য, তৈল এবং দেশের অন্যান্য উৎপন্ন দ্রব্যের উত্তম বাজার।” মিষ্টার এ, কে, রায় তাঁহার কলিকাতার সংক্ষিপ্ত ইতিহাস” নামক গ্রন্থ লিঃখয়াছেন —“বর্ণিত আছে যে, কিলকিল প্রদেশ আয়তনে ২ ১যোজন! (অর্থাৎ ১৬০ বর্গমাইল); উহার পশ্চিমে সরস্বতী, পূর্ব্বে যমুনা; পশ্চাল্লিখিত গ্রাম ও নগরগুলি উহার অন্তভুক্ত যথা—হুগলী, বাঁশবেড়িয়া, খড়দহ, শিয়ালদহ, ইত্যাদি ইত্যদি। “আকবরের রাজত্বকালে আবুল ফজল কৃত আইন-ই-আকবরি নামক গ্রন্থে প্রকাশিত রাজা তোডরমল্লের জমা-বন্দি কাগজে মহাল কলিকাতার নাম দৃষ্ট হয়। নামের উৎপত্তি সম্বন্ধে আর একটি গল্প এইরূপ:জনৈক ইংরেজ এই স্থানে জাহাজ হইতে প্রথমে অবতীর্ণ হইয়াই দেখিতে পান যে, একজন ঘেসে ঘাসের বোঝা মাথায় লইয়া যাইতেছে। ইংরেজ তাহাকে ইংরাজীতে জিজ্ঞাসা করিলেন, “What place in this?” অর্থাৎ এস্থানের নাম কি? ঘেসেড়া মনে করিল, সাহেব বুঝি তাহার মস্তকস্থিত ঘাসের কথাই জিজ্ঞাসা করিতেছেন। এই ভাবিয়া সে হিন্দিতে উত্তর করিল,—“কাল কাটা” অর্থাৎ এ ঘাস আমি গত কল্য কাটিয়াছি সাহেব এ দেশে সবেমাত্র পদার্পণ করিয়াছেন; কাজেই তখন তিনি ঘেসেড়ার হিন্দি কথার মর্ম বুঝিতে না পারিয়া মনে করিলেন, উহাই বুঝি তবে স্থানের নাম হইবে। এই ভাবিয়া তিনি লিখিয়া লইলেন‘Calcutta’ এবং তদবধি ইহা ঐ নামেই পরিচিত হইল। আবার কেহ কেহ অনুমান করেন, কলিকাতা নামটি খাল-কাটা” (অর্থাৎ