পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ অধ্যায়।
৬৭

ইংরেজদিগের বসতি স্থানটিকে মনোরম ও স্বাস্থ্যকর করিবার অভিপ্রায়ে গবর্ণমেণ্ট ১৭৪১ সালে নর্দামাগুলি পুনর্ব্বার জরিপ করিবার আদেশ প্রদান করেন। ১৭০৭ খৃষ্টাব্দে, ইংরেজ বণিক কোম্পানির এজেণ্টগণ এক আদেশ প্রচার করিয়া তাহাদের জমি- দারীর ভিতর শৃঙ্খলাশূন্য গৃহ নির্মাণ করিতে সকল লোককেই

    সহরের আর সমস্ত বিষয়েই তত্ত্বাবধান করিতেন। কনসার্ভেন্সি বিভাগটা পূর্ব্বের ন্যায় ম্যাজিষ্ট্রেটগণের হস্তেই ছিল। ১৮৩৬ সালে লটারি-প্রথা বিলুপ্ত হয়। দেখা যাইতেছে যে, এই কমিটির কল্যাণে রাস্তায় জল দেওয়ায় প্রথা প্রথম প্রবর্ত্তিত হয়। ১৮১৮ সালের ১৯ ফেব্রুয়ারি তারিখের কলিকাতা গেজেটে এ সম্বন্ধে এইরূপ লিখিত হইয়াছিল;—
     “ধর্ম্মতলায় কোণ হইতে চৌরঙ্গী থিয়েটার পর্য্যন্ত রাস্তায় জল দেওয়ার ব্যবস্থা হওয়ায় চৌরঙ্গিবাসীদিগের সুখস্বচ্ছন্দতা বর্দ্ধনের যথেষ্ট সুবিধা হইয়াছে, ইহাতে আমরা সাতিশয় আনন্দলাভ করিয়াছি।”
     “লটারি কমিটি যে সকল শ্রীবৃদ্ধিকর ও লোকহিতকর কার্য্যের অনুষ্ঠান করিইয়াছিলেন, তাহার সবিস্তার বর্ণনা পাঠকের বিরক্তিকর হইতে পারে। আর এস্থলে কেবল অপেক্ষাকৃত প্রধান কয়েকটির উল্লেখ করিব। সত্য কথা বলিতে হইলে বলিতে হয় যে, লটারি কমিটির যত্নে ও তত্ত্বাবধানে শৃঙ্খলাশূন্য কলিকাতাকে পুনর্গঠিত করিয়া আধুনিক শহরসমুহের ন্যায় সুশৃঙ্খল আকারে পরিণত করিবার কার্য্য কেবল যে প্রবর্ত্তিত হইয়াছিল তাহা নহে, প্রত্যুত ঐ কার্য্য সতেজে অনেক দূর অগ্রসর হইয়াছিল যে সুন্দর সুপ্রশস্ত রাজপথ কলিকাতাকে উত্তর দক্ষিণে ভেদ করিয়া বরাবর সরল রেখাক্রমে বিস্তৃত হইয়াছে —কর্ণওয়ালিশ ষ্ট্রীট, কলেজ ষ্ট্রীট, ওয়েলিংটন ষ্ট্রীট, ওয়েলেসলি ষ্ট্রীট, ও উড ষ্ট্রীট, যাহার এক একটি খণ্ডের নাম মাত্র, সেই সুন্দর রাস্তাটী, এবং সেই রাস্তার পার্শ্বে স্থানে স্থানে অবস্থিত কর্ণওয়ালিস স্কোয়ার, কলেজ স্কোয়ার, ওয়েলিংটন স্কোয়ার ও ওয়েলেসলিস্কোয়ার নামক পুষ্করিণী মধ্যস্থ প্রমোদোদ্যানগুলি উক্ত কমিটির কলাণই নির্ম্মিত হইয়াছিল। ফ্রীস্কুল ষ্ট্রীট, কীড স্ট্রীট, হেষ্টীংশ ষ্ট্রীট, ক্রীক রো, ম্যাঙ্গো লেন, বেণ্টিং স্ট্রীট, প্রভৃতি রাস্তাগুলিও কমিটি