পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫెఱఫె কলিকাতা সেকালের ও একালের । মহারাণী স্বর্ণময়ীর অসংখ্য দানের একটা হিসাব দেওয়া হইয়াছে। હફ হিসাব অনুসারে ১৮৭৬-৭৭ অন্ধ পর্য্যজ্ঞ তাহার দানের পরিমাণ, একাদশ লক্ষ টাকা। ১৮৭৮ অব্দের ২২শে আগষ্ট তারিখের ইংলিশম্যান পত্রিক কমিশনার পীককের অভিভাষণ ও এই বিস্তৃত দানের একটা তালিকা লিপিবদ্ধ করিয়াছেন । এতদ্ব্যতীত তাহার অসংখ্য দানের মধ্যে, যে কয়েকটার সন্ধান পাওয়া যায়, তাহা হইতে এই দান পরিমাণ আরও কয়েক লক্ষ টাকা বেশী হয়। এই সমস্ত ঘটুনা হইতেই মহারাণীর অসাধারণ দানশীলতার ও স্বাৰ্থত্যাগের পরিচয় পাওয়া যায় । মহারাণী স্বর্ণময়ীর এই সকল সঙ্গগুণের পূর্ণবিকাশের সহায়তা কল্পে তাহার মনৰী দেওয়ান রায় রাজীবলোচন রায় বাহাদুর যথেষ্ট সহায়তা করিয়াছিলেন। র্তাহারই দূরদর্শিতা ও বিষয়কাৰ্য্যে পারদর্শিতাই মঙ্গরাণীকে এতদূর গৌরবান্বিত করিয়া তুলিয়াছিল। মহারাণী স্বর্ণময়ী এখন স্বৰ্গবাসিনী এবং বঙ্গদেশে আর যে তাহার দ্যায় দানশীল রমণী জন্মিবে তাহারও সম্ভাবনা নাই । o মহারাণী স্বর্ণময়ীর উত্তরাধিকারী আমাদের বাঙ্গালী জমীদার কুলরত্ন মঙ্গরাজ মণীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুর। মহারাজ মণীন্দ্রচন্দ্রের স্তায় উদার হৃদয়, মনস্বী ও দানশীল উত্তরাধিকারীর আমলে কাশিমবাজার রাজবংশের পূৰ্ব্বেগৌরব আরও বৃদ্ধি হইয়াছে। মহারাজ মণীন্দ্রচন্দ্র, গৌরবান্বিত মহারাণী স্বর্ণময়ীর ভাগিনেয়। ইহঁার পিতৃদেবের নাম নবীনচন্দ্র নন্দী। মাতার নাম গোবিন্দসুন্দরী। গোবিন্দসুন্দরী রাজা কৃষ্ণনাথের ভগ্নী। ১৮৬০ খ্ৰীঃ আৰো মহারাজ মণীন্দ্রচন্দ্র শ্যামবাজারে পিতৃভবনে জন্মগ্রহণ করেন। ১৮৯৮ খ্ৰী: অঙ্গে মহারাণী স্বর্ণময়ীর দেহান্ত ঘটিলে, উত্তাধিকারীর অভাবে, কাশীমবাজার রাজস্ট্রে রাণী হরক্ষুন্দরীতে গিয়া অর্শে। কিন্তু অশীতিপর বুদ্ধ, তীর্থবাসিনী রাণী হরমুনারী, এই বিষয় উপযুক্ত পাত্র বিবেচনায় তাহার দৌহিত্র, মহারাজ মণীন্দ্রচন্দ্রকে অর্পণ করেন। মহারাণীর উত্তরাধিকারীকে গবর্ণমেণ্ট মহারাজ উপাধিদানে প্রতিশ্রুত ছিলেন। এজন্ত মণীন্দ্রচন্দ্র গবর্ণমেণ্টের নিকট হইতে “মহারাজ-বাহান্থর উপাধি প্রাপ্ত হইয়া গদীতে আরোহণ করেন। . . এই বন্ধবিশ্রুত দানশীল রাজবংশের উত্তরাধিকারিত লাভ করিয়া মহারাজ স্বামীজচন্দ্র ইহার গৌরব-কীৰ্ত্তি আরও পরিবর্কিত করিয়াছেন। তাহার স্তায় সরলচিত্ত, মুবিনয়ী, সুপণ্ডিত, সৰ্ব্ববিধ সৎকার্য্যে উৎসাহদাতা, ঐশ্বৰ্য্যcऔद्रध्द श्राफचत्र भूह, अंग्रैौघांब्रः पक्रनएन भूव कमहे अभिग्नांटाइम । यशब्रांज