পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । وفنواه মহারাজা নন্দকুমার কাশ্যপ গোত্রের পীতমুণ্ডী-গ্ৰামী, রাষ্ট্ৰীয় ব্রাহ্মণকুলে উৎপন্ন হইয়াছিলেন। পীতমুণ্ডী-গ্ৰামীর কুলীন নহেন । তাহারা প্রথমে গৌশকুলীন ও পরে শ্রোত্রিয় সংজ্ঞাপ্রাপ্ত হন । তাহাদিগের ধবল ও মলিন নামে দুই শাখা আছে। নলকুমার ধবল শাখায় জন্সিয়াছিলেন। ইহার বংশীয়গণ কৌলিক উপাধি “পতংগ” পরিত্যাগ করির "রা" উপাধিতেই অভিহিত হইয়া আসিতেছিলেন । নিয়ে মহারাজার বংশবৃক্ষ দেণ্ডয়া হইল ;– কাশ্যপ গোত্রীয় দক্ষ | রামগোপাল রায় ਾਂ রায় *} ब्रांद्य ཀ་ཀཱ་ར་ রায় ਾਂ স্নায় " _ ] | | | ਾਂ ਜਾਂ (༡P.aཤེ༩ཝ་འ་ར་ག) ਾ "গৌড়পতি" শ্যামমণি ਬੈ। ੇ (পত্নী, মহারাণী জগদম্বা) (স্বামী জগচ্চত্র বল্যে) মুরশিদাবাদ জিল্যর জঙ্গীপুর উপবিভাগের অন্তর্গত, জরুল গ্রামে নন্দকুমারের পূর্বপুরুষের নিবাস ছিল। পরে রামগোপাল রায়, মুর্শিদাবাদের অন্তর্গত (অধুনা বীরভূমের) ভদ্রপুর (ভার) গ্রামের আচারভ্ৰষ্ট মথুরানাথ মজুমদারের কন্যাকে বিবাহ করিয়া, জ্ঞাতিবর্গের উৎপীড়নে ভদ্রপুর গ্রামেই মাসিয়া বাস করিতে বাধ্য হন। তাহার কনিষ্ঠ পুত্র চণ্ডীচরণের প্রথমা পত্নীর গর্তে, ইতিহাস প্রসিদ্ধ মহারাজ মন্দকুমারের পিতা পদ্মনাভ রায় জন্মগ্রহণ করেন। । ; : - নন্দকুমারের পিতা পদ্মনাভ রায়, বিচক্ষণ নবাব মুরশীদ কুলী খার অধীনে ফতেসিংহ, ঘোড়াঘাট ও সাতশইক এই তিনটী খাম পরগণার করসংগ্রাহকের ( আমীন) পদে নিযুক্ত ছিলেন। নন্দকুমার পরে পিতার