পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । ఫ్లి গাগায়, তিনি মান উপায়ে নন্দকুমারের প্রভাব খৰ্ব্ব করিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু সৰ্ব্ববিষয়েই ক্লাইভ, নলকুমারের পক্ষ সমর্থন করায়, তিনি নন্দকুমারের উপর অত্যন্ত বিরক্ত হইলেন । হেষ্টিংস, রাজশ্বের টাকা স্বহস্তে আদান প্রদান করিয়া, ইহার মধ্য হইতে কৌশলে কিছু নিজের তহবিলে ফেলিবার সুযোগ খুজিতেছিলেন, কিন্তু কলিকাতা-কাউন্সিল, রাজস্ব-সম্বন্ধে নবাবকে সম্পূর্ণ অন্ধকারে রাখিতে মনস্থ করিয়া, তাহার উদেখ ব্যর্থ করিয়া দিয়াছিলেন । 姆 . ক্লাইভের পর ভান্সিটার্ট কলিকাতার গভর্ণর হইয়া আসিলেন। তিনি প্রথমতঃ নন্দকুমারকে যথেষ্ট স্নেহ করিতেন, কিন্তু ক্রমে ক্রমে তাহার শক্ৰ হেষ্টিংসের প্ররোচনায়, তাহাকে বিদ্বেষের দৃষ্টিতে দেখিতে লাগিলেন। ভান্সিটার্ট, মীরজাফরকে পদচ্যুত করিয়া, মীরকাসিমকে সিংহাসন প্রদান করেন।. মীরজাফর পদচ্যুত হইয়া কলিকাতায় আলিপুরে আসিয়া বাস করিতে থাকেন এবং নন্দকুমারের প্রতি পূৰ্ব্ব বিদ্বেষ ত্যাগ করিয়া, তাহারই শরণাপন্ন হইয় পড়েন। এই সময়েঃক্রমে ক্রমে ইংরাজের প্রাধান্য বৃদ্ধিতে । নন্দকুমারেরও ক্ষমতা লোপ হইতেছিল। তিনি মীরজাফরকে পুনরায় সিংহাসন প্রদান করিবার জন্ত,বিহার-প্রবাসী সম্রাট সাহ আলমের সহিত অতি গোপনে পত্র ব্যবহার করিতে লাগিলেন। দৈবস্তুৰ্ব্বিপাক-বশতঃ এই ষড়যন্ত্রের একখানি পত্র ইংরাজগণের হস্তগত হয় । অতঃপর নন্দকুমারের বাটা খানাতল্লাসী করিয়া ভাঙ্গিটার্ট আরও কতকগুলি গুপ্ত পত্র প্রাপ্ত হন । । হেষ্টিংস এই সকল পত্র পাইয়া মহা গণ্ডগোল আরম্ভ করেন এবং মন্দকুমার কোন প্রকারে এ যাত্রা অর্যাহতি পান । এই সময়ে ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর কর্মচারিগণ গুপ্তভাবে ব্যবসায় চালাইয়া, কোম্পানীর যথেষ্ট ক্ষতি করিতেছিলেন। এ সম্বন্ধে কতকগুলি চিঠিপত্র নন্দকুমারের হন্তে পতিত হওয়ায়, নন্দকুমার সেইগুলি লইয়া কাউন্সিলে এক আন্দোলন উপস্থিত করেন। ইহাতে বহু ইংরাজ, তাহার উপর অত্যন্ত অগ্রস্তুষ্ট হইয়া উঠেন। যাহা হউক, এই আন্দোলনের ফলে কোম্পানীর কৰ্ম্মচারী মহলে ছুইটী দলের স্বষ্টি হয়। এক দলে ছেটিংগ ও ভাঙ্গিটার্ট এবং অপর দলে আমিয়ট ও এলিস, মুখপাত্র হন। বিহারের গোলমাল মিটNবার জষ্ঠ কলিকাতায় নবাগত কর্ণেল কূটকে *tāत्रं পাঠান সুব্যস্ত হইলে, কুট-আমিট ও এলিসের পরামর্শে নকুমারকে তাহার প্রধান কৰ্ম্মচারীরূপে সঙ্গে লইয়া যান । নন্দকুমারের ইচ্ছ। ছিক্স