পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের। سي!ډ د لا۹ ব্যবসায় ব্যাপারে ও বিশেষ দক্ষতা লাভ করিয়াছিলেন । এই সময় নিমকীবিভাগের চাকরী খুব গৌরবজনক রাজকৰ্ম্ম ছিল । দ্বারকানাথ দক্ষতা ও প্রতিভাবলে নিমকী-বিভাগের সামান্ত সেরেস্তাদারি পদ হইতে দেওয়ালীপদ লাভ করেন। এমন ক্লি, তিনি কষ্টম ও অহিফেন-বিভাগের দেওয়ানী-পদ গৰ্য্যন্ত লাভ করিয়াছিলেন । কিন্তু চাকুরীতে দ্বারকানাথের তৃতটা স্পৃহা ছিল না। তিনি স্বাধীনভাবে বাণিজ্য কাৰ্য্যে নিযুক্ত হইবার মনস্থ করিয়া, কার ও প্রিন্সেপস্ নামক দুইজন ইংরাজের সহিত, একযোগে “কার-ঠাকুর” নামধেয় এক বাণিজ্যাগারের প্রাণপ্রতিষ্ঠা করেন । ইহাই বাঙ্গালীর প্রথম স্বাধীনু চেষ্টাসন্থত বাণিজ্য-কুঠা। ইতিপূৰ্ব্বে আর কোন বাঙ্গালীই এরূপ *. ব্যবসায় করেন নাই। দ্বারকানাথের এই কার্য্যে প্রীত হইয়া, তদানীন্তন গবর্নর-জেনারেল লর্ড উইলিয়াম বেণ্টিঙ্ক তাহাকে এ সম্বন্ধে এক উৎসাহসূচক পত্র লিথিয়া ব্যক্তিগতভাবে সম্মানিত করেন। ইহার পর দ্বারকানাথ আরও কয়েকজন অবস্থাপন্ন ইংরাজের সহিত মিশিয়া, “ইউনিয়ান-ব্যাঙ্ক” স্থাপন করেন। কিন্তু এই ব্যাঙ্ক বেশী দিন চলে নাই। কার-ঠাকুর কোম্পানির লিপ্ত থাকিয়া, দ্বারকানাথ প্রচুর অর্থ লাভ করেন। এই কুঠীর আয়ে, দ্বারকনাথ রাজস্যহী, পাটনা, রঙ্গপুর, যশোহর প্রভৃতি জেলায় অনে জমাদারী ক্রয় করিয়াছিলেন । ব্রাহ্মধৰ্ম্মের প্রব রাজা রামমোহন রায়ের সহিত দ্বারকানাথের প্রগাঢ় বন্ধুত্ব ছিল । দ্বারকানাথ দেশের ও দশের চিতার্থে, অনেক ভাল কাজ করিয়া গিয়াছেন। হিন্দু-কলেজ, মেডিকেল কলেজ প্রভৃতির স্থাপনের সময় তিনি যথেষ্ট সহায়তা করিয়াছিলেন। সতীদাহ নিবারণ ব্যাপারের তিনি একজন প্রধান উদ্যোগী ছিলেন । তাহার চেষ্টায়, উচ্চপদস্থ ইংরাজ ও বাঙ্গালীর মধ্যে সামাজিক মিশ্রণের প্রথা প্রবর্তিত হয়। এরূপ শুনিতে পাওয়া যায়, গবর্ণর জেনারেল লর্ড উইলিয়ম বেণ্টিঙ্ক কয়েকবার তাহার বাটতে গিয়া আমোদ প্রমোদে যোগদান করিয়াছিলেন। লর্ড অকল্যাও দ্বারকানাথকে বঙ্গদেশীয়গণের মুখপাত্ৰ স্বরূপ বিবেচনা করিতেন এবং অনেক সময়ে এতদেশীয় ব্যাপারসমুহ সম্বন্ধে সন্ধুপদেশ দিবার জন্য, তিনি লাটসাহেব কর্তৃক আহূত হইতেন । - . . ১৮৩২ খৃঃ অব্দে স্বারকানাথ বিলাত যাত্রা করেন। তাহার পূৰ্ব্বে আর কোন বাঙ্গালীই-ইংলণ্ডে যান নাই। তখন কালাপানিতে গেলে