পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:e: কলিকাতা সেকালের ও একালের । -ms, বিক্রমপুরের শাসনভার অর্পণ করেন। এই খানেই বিক্রমপুরের শেষ । অধঃপতন হইল । কেদাররায়ের রাণী লোকান্তরিত হইবার পর, মোগলরাজ প্রতিনিধির আদেশমত, চাদরায়ের রাজ্য তিন চারি ভাগে বিভাজিত হইল। রঘুনন্দন বিক্রমপুয়, কমলশরণ ইদিলপুর ও সেখ কালু কীৰ্ত্তিকপুরের জমীদারী প্রাপ্ত হইলেন। ব্রাহ্মণ-বংশীয় কালিদাস ঢালি, রামরাজ সরদার, দেওভোগ ও মূলপাড়া নামক দুইটা পৃথক তালুক প্রাপ্ত হইলেন । এইরূপে সমগ্র বিক্রমপুর রাজ্য নানা অংশে বিভাজিত হইয়া পড়ে ।