পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় । । నృతి ইংরাজের উড়িষ্যায় প্রবেশ । কি কারণে এবং কোন সময়ে, ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী মাদ্রাজ উপকূল হইতে বাণিজ্যর্থে উড়িষ্যাদেশে প্রবেশ করেন, এইবার সেই কথাই বলিব । ইরাজের প্রধান বাণিজ্যদ্রব্য মসলিপটনের ছিট ও কাপড়। মসলিপটনের ছিট আজও বাজারে প্রাধান্য লাভ করিয়া আছে। ইংরাজ কুঠীর অধ্যক্ষেরা দেসিলেন –নানা কারণে মসলিপটনের কাপড়ের বাজার মন্দ হইয়া পড়িতেছে। রপ্তানির কাজ ভালব্ধপে চলিতেছে না এবং ব্যবসায়ে কোম্পানীর ক্ষতি হইতেছে। মসলীপটনের কুঠীর অধ্যক্ষেরা এজন্য সংকল্প করিলেন—গঙ্গানদীর উপকূলবৰ্ত্তী স্থানসমূহে বাণিজ্যের চেষ্টা করিতে চষ্টবে। ১৬৩৩ খৃঃ অব্দের মার্চ মাসে, এ সম্বন্ধে সমস্ত পরামর্শ ও বন্দোবস্ত স্থির টপ্পা গেল। একদল ইংরাজ, একখানি সুবৃহৎ দেশীয় নৌকায় আরোহণ করি: কটকের দিকে যাত্রা করিলেন । এই নৌকার মধ্যে আরোহী BSBSSBBSBB BBBB BBBB BBBBS BBS BBS BBB BB BBB ত; (ন্তে অবশ্যক মত ছিল । সমুদ-তরঙ্গ রাজি বিভিন্ন করিয়া, অদুষ্টের ও সমূদ্রের স্রোতে ভাসিয়া, এই মেীক পানি পথ। সময়ে হরিশপুরে আসিয়া পৌছিল । * হরিশপুর উড়িষ্যার পঢ়া নদীর উপর । পাটুয়া নদীবক্ষে প্রবেশ কালে, কোম্পানীর কৰ্ম্মচারীরা, এ দেশীয় নৌকায় মালপত্র বোঝাই করিয়া নদীপথে যাত্রা করলেন । এই ভাবে চারি ক্রেশ রাস্ত যাইবার পর, এই ইংরাজ বণিকদল কোসিদা নামক স্থানে পৌছিলেন । কোসিদ হইতে কটক পর্য্যন্ত সরকারী রাস্ত ছিল । কটক হইতে এই ইংরাজদল মালকাণ্ডি বা মুকন-দেবের রাজধানীতে পৌছিলেন । মুকুন্দ দেবের রাজধানীর নাম বারবাটী । যে সময়ের কথা বলা যাইতেছে । সেই সময়ে, এই সকল স্থান অতিশয় দুৰ্গম ছিল । সকলে সে দিকের পথ ঘ;ট জগনিত ন-জানিলেও বলিয়া দিত না । তাঙ্গার উপর এই আটজন ইংরাজ, সেই দেশের ভাষা সম্বন্ধে অনভিজ্ঞ । দেশীয় লোকদেরও উপহার। সম্পূর্ণ ভাবে বিশ্বাস করিতে প্রস্তুত নহেন। এত অন্তবিদ ও বিপদের মধ্যে পড়িয়া,কেবল মাত্র উদামবশে তাহারা মুকুন্দদেবের SSAS SSAS SSASAS SSAS ---------- - ----- و تمام ع

  • বৰ্ত্তমানকালে এই স্থান "হরিশপুর গড়" বলিয়। পরিচিত ।

૨ (t