পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

OJ কলিকাতা সেকালের ও একালের । ཕ──ལ།──བས་བཅས་བཅུ་བླ་ দেওয়া হইত। সুতালুটতে আসিবার পর, খুব সম্ভবতঃ ইংরাজের এই স্থানট সীমা বেষ্টিত করিয়া লয়েন । এই সেণ্ট জন গির্জা, ওয়ারেণ হেষ্টিংসের আমলে নিৰ্ম্মিত । চার্ণক যথন মুতালুটাতে দ্বিতীয়বার আসেন, সেই সময়ে তিনি অস্থা। ভাবে কয়েকখানি মাটির দেওয়াল দেওয়া, আশ্রয়স্থান করিয়া যান। কিন্তু সে সব মাটর ঘর, রক্ষকশন অবস্থায় বহুদিন পড়িয়া থাকায়, তাহার কিছুই ছিল না । চার্ণক, উলুবেড়িয়া হইতে নবাব ইব্রাহিম খণর আহানে, যখন পুনরায় স্বতালুটাতে আসেন, তখন সেই গৃহগুলির শোচনীয় পরিণাম দেখিয়া বড়ই দুঃখিত হইয়াছিলেন। এ কথা আমরা পূৰ্ব্বেই উল্লেখ করিয়াছি । কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠার পর ও, চাণককে ঘর-দ্বারের জন্স বড় কষ্ট পাইতে হইয়াছিল । কারণ সুতালুটর কৌন্সিলের প্রথম অধিবেশনে যে মন্তব্য তাহারা লিপিবদ্ধ কবিয়াছিলেন, তাহ হইতেই তখনকার অবস্থা, বিশেষ রূপে প্রতীয়মাম হয়। এই সভায় জব চার্ণক, মি: ফ্রান্সিস্ জেরিমিয়া পিচি প্রভৃতি সদস্যগণ উপস্থিত ছিলেন । তাহাদের মন্তব্যের একাংশ এই—“আগে যে সমস্ত ঘরবাড়ী ছিল, সেগুলি নষ্ট হইয়া যাওয়ায়, পুনরায় কতকগুলি গুহ নিৰ্ম্মাণ করা প্রয়োজন। একটা মালগুদাম, একটা রান্নার ও খাইবার ঘর, কোম্পানীর কৰ্ম্মচারীদের থাকিবার স্থান, প্রহরীদের বাসস্থান ও এলিস সাহেবের আবাসস্থান নিৰ্ম্মাণ করা অতি শীঘ্রই প্রয়োজনীয় হইয়া পড়িয়াছে। এজেন্ট ও মিঃ পিচির পূর্বকার আবাস স্থানের কতকটা এখনও অাছে—এটা মেরামত করিয়া লইলেই চলিবে। চারিদিকে মাটীর দেয়াল ও চালাঘর করিয়া এখন চালাইতে হইবে । যতদিন আমরা স্থায়ীভাবে ফ্যাক্টরী-গুচ স্থাপনের স্থান না পাই, ততদিন এই ভাবেই চপলাইতে হইবে।” *

  • The right Worshipful Agent Charnock, Mr. Francis Ellis and Mr. Jeremiah Peachie duly resolved—"in consideration that all the former buildings here are destroyed to build as cheap as possible a warehouse a dining-room, a cook-room, an apartment for Company's servants and .a. Guard room, also a house for Mr. Ellis. Phc Agent and Mr. Peachie's houses which were part standing to be repaired as also the secretary" office—these to be done with mud walls and thatched till we can ge a ground whereon to build a factory ( Calcutta Past and Present W Kathleen Blechynden P. 9. ). 命