পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ অধ্যায়। O)(". Tआत्र9 ভাবুন—এই সাৰ্দ্ধ দুইশত বৎসর পরে, সেই জঙ্গলময় স্বতালুটার বর্ধমান গৌরবময় অবস্থা। পুরাকালের সে স্থতালুট নাম নাই—সে প্রবণ জঙ্গল নাই—সে শ্মশান ভীতিদায়ক, হৃদয়স্তম্ভনকারী, বনভূমির तृश्र’ নাই। এখন সেই স্থানের চারি পাশে, কঙ্কর ও প্রস্তরমণ্ডিত প্রশস্ত রাজপথ । রাজপথের দুই ধারে উজ্জল গ্যাসের আলে। গ্যাস ও বৈদ্যুতিক আলোকে সুললিত, প্রাসাদতুলা সৌধরাজি। বিশাল সৰ্ব্বত্রই কৰ্ম্ম-জগতের মহামন্ত্র দশোদিত, উৎসাহ উদাম ও বাস্তভাবের পূর্ণ অভিব্যক্তি। প্রত্যেক সমৃচ্চ নীলিকাশীর্ষে, ইংরাজ জাতির বিজয়-নিশান । গেন মাসাবলে, এই দুইশত ষ্ট্রেশ বংগরের মধ্যে, সেই প্রাচীন স্থতালুট, গোবিন্দপুর, কলিকাতার স্মৃতি লোপ করিয়া,এক বৈজয়ন্ত্রী শোভাসম্পদপূর্ণ আদর্শ রাজধানী নিৰ্ম্মিত হইয়াছে। এ জনসংঘময়ী সৌধ-শোভাসম্পন্ন কলিকাতা বাজধানী, যদি ইংরাজ-জাতির গৌরব, ইংরাজ সম্রাটের গৌরব এবং কীর্দির পরিচায়ক হয়, তাহা হইলে জব গণক ষে গৌরবের অংশ পাইতে সম্যক অধিকারী। * ੱਥ স্মৃতি অবলম্বন করিয়া,বৰ্ত্তমান কলিকাতায় বিশেষ কোন কিছুই নাই। আছে কেবল-গির্জার কোমল মৃত্তিক বক্ষে তাহার সমাধিস্তম্ভ, জর সে কালের লাল-দীঘি । কিন্তু এই কলিকাতার অস্তিত্ব যতদিন থাকিবে, ততদিন চর্ণকের স্মৃতি লোপ হুইবে না। এখন যেখানে সেন্ট-জন চর্চ বৰ্ত্তমান আছে, তাঙ্গ সেই অতীতকালে একটা নদীতীরবর্তী গোরস্থান ছিল। আজকাল যাহা প্ল্যাণ্ড-রোড বলিয়া পরিচিত, পূৰ্ব্বে তাছা ভাগিরথী-গর্ভে ছিল । যে সকল জাহাজ ভাগিরথীপথে—সে কালের কলিকাতা স্থললুটা প্রভৃতি গ্রামের পাশ্ব দিয়া, সমুদ্রে যাতায়াত করিত, ত;হাতে কোন লোকজন মরিলে, এই নির্জন স্থানে গোর

  • চার্থক সম্বন্ধে, প্রসিদ্ধ ইতিহাস লেখক পরলোকগত উইলসন সাহেব, আমাদের সমাদার মহাশয়কে যাহা বলিয়াছিলেন, আমরা ঐতিহাসিক চিত্র কষ্টতে সেইটুকু প্রয়োজনীয় বোধে solo # 5 of Hitz “For my part. I am prepared to forget the minor blemishes and remember only his resolute determination, his clear-sighted wisdom, his honest self—devotion and so leave him to sleep in the heart of the city, which he founded looking for a blessed resurrection and the “ming of him by whom, he ought to be judged, as fro &fsstfär os *** *E*TR-"He was a man who had a great and hard task to do and who did it—did it with small thought of self and with a gourage which " danger could daunt nor any difficulties turn aside.. It was his lot

" sound unthanked a capital. (Sir William Hunter's History of British India Vol 1.1.).