পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So পানীর न्चत्रव्तिन्दकांडत्रांन्इ =ांel-=डि>डेत्र { 1 । (১৬৯০ খ্ৰীষ্টাব্দ ২৪শে আগষ্ট ) শ্রাবণের বৃষ্টি, বাঙ্গালার শস্য-শুমল-বক্ষকে, বর্ষার মেঘের পবিত্র ধারায় সিক্ত করিয়া বিরাম লইয়াছে । ভদ্রের আরম্ভ । তথনও বর্ষার শেষ হয় নাই । ভদ্রের জলভরা মেঘ, তখনও নীলাকাশের গাত্র-সংলগ্ন। সে মেঘে কখন বৃষ্টি হইতেছে, কখনও বা আকাশ সহসা ঘন ঘটাচ্ছন্ন, আবার কখনও বা মেঘ-ভাঙ্গা সূর্য্যের, স্বর্ণ-কিরণে ধরা-বক্ষ প্লাবিত ও উজ্জ্বলিত । সলিল-সম্পদময়ী ভাগিরথী, কূলে কুলে ভরিয়া উঠিয়াছে। পূর্ণ যৌবনে রূপসী যেমন আরও গরীয়সী হয়, তাহার সৌন্দৰ্য-সম্ভার সকল দিকে পূর্ণতা লষ্টয়া ফুটিয়া উঠে-ভাগিরথীর অবস্থা তখন ঠিক সেইরূপ। দুকূল-প্লবী প্রচণ্ড তরঙ্গাঘাতে, নদীর উভয় কূলেই ধস নামিতেছে। সে প্রচণ্ড তরঙ্গাঘাত সহ করিতে ন পারিয়া, সলিল-প্ৰহত শিথিল তটভূমি, গঙ্গা অঙ্গে, অঙ্গ মিশাইতেছে । আমরা যে দিনের কথা বলতেছি, সেদিন আকাশ প্রথমটা ধন ঘটাচ্ছন্ন হইয়াছিল। বৃষ্টি হইয়া মেঘের বক্ষ শূন্ত হওয়ায়, মেঘ সরিয়া পড়িল । আকাশ সম্পূর্ণরূপে মেঘমুক্ত, পরিষ্কার, অস্তগামী রবির স্বর্ণ-কিরণ রঞ্জিত । সন্ধ্যার এই প্রাক্কলে, ইষ্টইণ্ডির কোম্পানীর নিশানওয়ালা, চার পাচ থানি বাণিজ্য জাহাজ, গঙ্গার প্রচণ্ড শক্তিশালী উৰ্ম্মিমালার সহিত যুদ্ধ করিতে করিতে, পাইলভরে অতি ধীরে ধীরে, স্থতালুটার দিকে অগ্রসর হইতেছিল । * 嫌 সেই জাহাজ-গুলির সঙ্গে, কয়েক খানি দেশী ছিপ, বোট এবং ভাউলিয়া ছিল । সেগুলিও নদীবক্ষের নানাস্থান অধিকার করিয়া, ধীরে ধীরে অগ্রসর হইতেছিল। - জাহাজগুলি যখন সঁাখরাইলের কাছে আসিয়া পৌছিল, তখন 'স্বৰ্য্য অস্তাচল চুড়াবলী হইয়াছেন। নিশাগমন স্বচিত বিরলান্ধকারে—সমস্ত মেদিনী সমাচ্ছন্না হইতেছে। আর বৃক্ষাদিপূর্ণ, জঙ্গলময়ু জনশূন্ত, নদীকূলে অন্ধকার যেন আরও জমাট হইয়া পড়িয়াছে। - আমরা মোগল রাজত্বের , মধ্যযুগের কথা বশিতে। আজকাল