পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠা ঘাটই জব চাণকের কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠার প্রথম স্থান। উক্ত গভীর জঙ্গলময়ী গ্রামত্রয়, কালচক্রের আবর্তনে, কিরূপে বনজঙ্গল সমম্বিত বেলা ভূমি হইতে, এই সাৰ্দ্ধ দুই শতাব্দী কাল ধরিয়া বৰ্ত্তমান প্রাসাদময়ী নগরীতে পরিবর্তিত হইয়াছে, তাহণ বিবৃত করাই আমাদের প্রধান উদেশ্য । কলিকাতার জীবনের এই অভিনব পরিবত্তনের দিনে, প্রাচীন কলিকাতার, ইংরেজণধিকৃত কলিকাতার, বঙ্গদেশ মধ্যে ভারতের শেষ রাজধানী কলিকাতার, ঘটনাময় জীবনের সমস্ত কাহিনীই আমরা এই পুস্তকে যথাযথ লিপিবদ্ধ করিব । কাপ্তেন ব্রুক বলিয়া একজন ইংরাজ, সেই সময়ে ইষ্টইণ্ডিয়া কোম্পানীর পোতাধ্যক্ষ ছিলেন। জব চার্ণক যে শুভমুহুন্তে স্থতালুটতে উপস্থিত হন, সেই সময়ে কাপ্তেন ক্রক ও র্তাস্কার সমভিব্যাহারে ছিলেন । সেই স্মরণীয় দিনের ঘটনা, পুরাতন কাগজ পত্র হইতে আমরা যাহা কিছু পাইয়াছি, তাঙ্গ অবিকল নিম্নে উদ্ধত করা হইল। কারণ ইত ব্যতীত কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠার আর কোন লিপিত বিবরণই নাই । - SeeDSBBDS gg SiLYSKBK SKBBS BBTT DBB পৌছিলাম। কাপেন ক্রককে আদেশ করা হইল, যেন তিনি তাহার অধীনস্থ বাণিজ্য পোতগুলি, স্বতীসুটা হাটের সন্নিকটে নঙ্গর করেন । তিনি অপরহি এই স্থানে উপস্থিত হন । এ স্থানের অবস্থা অতি শোচনীয়।" আমাদের আশ্রয় লইবার উপযুক্ত, কোন স্থানই সেখানে ছিল না । যাহ। কিছু ছিল সবই গিয়াছে । দিন রাত বৃষ্টি হইতেছিল । নদীগর্ভে বোটের উপর বাসও স্বাস্থ্যকর নহে। আমরা পূৰ্ব্ববারে এই স্বতালুটার মধ্যে যে দুই একখানি কুড়ে ঘর রাশিয়া গিয়াছিলাম, তাহার চিহ্নমাত্র নাই । আমরা এ স্থানত্যাগ করিবার পরই, মল্লিক বরকুদার ( বৃকোদর মল্লিক ? ) ও দেশীয় লোকেরা চালাগুলি জালাইয়া দিয়াছে এবং বাঁশবেড়া ইত্যাদি যাহা ছিল, সবই লইয়া গিল্পাছে । * -

  • 16oo. August 24. This 'ay at Sankraal ordered Captain Brooke

to come up with his vessel to Chutta-nutty, , where we arrived about aster noon, but found the place in a deplorable condition, nothing being test for our gesent accomodation and the rain falling day and night. We are >ಣಿbetake ourselves to 13oats, which considering the season of the year, is very unhealthcy. Mullick 13urcoodar and the coöntry people at our leaving. tlཏཱ་ place burning and carryikg away wilat they could.

  • ... .

A