পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

වH কলিকাতা সেকালের ও একালের। ইংরাজগণ বাধ্য হইয়া মুলতান আজিমওখানের দরবারে ওয়ালশ, সাহেবকে প্রেরণ করেন । ওয়ালশ, সাহেব—১৬৯৮ খৃঃ অব্দের জানুয়ারী মাসে, বৰ্দ্ধমানে উপস্থিত হন। কিন্তু এই কাৰ্য্যগুলি নিম্পত্তির জন্য, তাহাকে সাত মাসকাল বৰ্দ্ধমানে থাকিতে হয় । সুলতান আজিমওশ্বান তখন বিদ্রোহ-ব্যাপার লইয়াই ব্যস্ত—সুতরাং এ বিষয়ে কোনরূপ মনোযোগ দেন নাই । ষোলটা হাজার মুদ্রা বায় করিয়া, কোম্পানী বাহাদুর এই গ্রামত্রয় ক্রয় করিবার অনুমতি পত্র পাইয়া, মুতালুটতে পাঠাইয়া দিলেন । কিন্তু জমীদার সাবর্ণ মহাশয়েরা, এই আদেশপত্রে দেওয়ানের সহী না দেখিয়া বিক্ররে অসম্মতি প্রকাশ করায়, এই সহী-বাণপণর মীমাংসার জন্য, আরও কিছু সময় কাটিল । মোটের উপর, এই তিনখানি গ্রাম ক্রয় সম্বন্ধে সমস্ত ব্যাপার শেষ হইতে প্রায় বৎসরাধিককাল লাগিল । ১৭০০ খ্ৰীঃ অব্দে ইংরাজ কোম্পানী, বাঙ্গলা, বিহার, উড়িষ্যার সুবাদারের নিকট হইতে পুনরায় স্বাধীনভাবে বঙ্গের সর্বত্র অবাধ বাণিজ্যের স্বত্বলাভ করিলেন। " কলিকাতা, স্বতালুটা ও গোবিন্দপুর গ্রাম তিনখানি কিনিবার অনুমতি পাইয়া, ইংরাজ কোম্পানী সাবর্ণ-জমীদার রামচাদ রায়, মনোহর রায় প্রভৃতির সহিত—জমী ক্রয় সম্বন্ধে লেখাপড়া শেষ করিয়া ফেলিলেন জ্ঞ 續 যে বয়নামা বলে ইংরাজগণ কলিকাতা, সুতালুট ও গোবিন্দপুর গ্রামত্রয়ের জমাদারী ক্রয় করেন, তাহার অবিকল ইংরাজী প্রতিলিপি পরে প্রদত্ত

  • এই সময়ে বিলাতে আর একটা নুতন ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানী গঠিত হয়। এ কোম্পানীর সংক্ষিপ্ত ইতিবৃত্ত্ব পাঠক পরে দেখিতে পাইবেন । নূতন কোম্পানীর কর্তারাও, বঙ্গে বাণিজ্য স্বত্বলাভের জন্য নানা চেষ্টা করেন । এই লষ্টয় নূতন ও পুরাতন উভয় ইংরাজ কোম্পানীর মধ্যে ভয়ানক বিবাদ বাধে, প্রসিদ্ধ ঐতিহাসিক য়াট বলেন—“It was during this period that the great contest between two English companies took place in Bengal. The Prince ( Azim-Oshan) did not understand the subjeci, but took bribes from both parties. From the Old company he

got 16000 Rs and from the new 14oco. এই গ্রামত্রয় ক্রয় ব্যাপারে হুগলীর ভূতপূৰ্ব্ব ফৌজদার, জৈনউদ্দিন খ। ইংরাজ কোম্পনীকে যথেষ্ট সহায়তা করেন। তিনি রাজকুমার ফরক্শিয়ারকে-রাজী করির ১৬ হাজং টাকার নজরানা প্রদানে এই অনুমতিপত্র ক্রয় করিয়াছিলেন । খোজা সারহাদ বলিয়া একজন আৰ্ম্মাণিও এই ব্যাপারে ইংরাজদের যথেষ্ট সাহাষা করেন। এই গ্রামত্রেরই ইং** GBB BBBBB g BBD DDDBBS BB BBBBD DDDDD DBBB BBB BY *itRiwi offiz ***țze i A. K Roy’s History of Cal Chap IV.