পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

❖ጫ&» কলিকাতা লেকালের ও একালের । নবাব দেখিলেন,—ইংরাজদের অপেক্ষা দিনেমারের সরকারে বেক্ষ টাকা দিয়াছে, কাজেই তিনি তিন হাজার টাকার কথা উড়াইয়া দিয়া ইংরাজদের নিকট একেবারে নগদ বিশ হাজার টাকার দাবী করিলেন। ইংরাজেরা অগত্য বিশ হাজারে উঠলেন, কিন্তু তাহাতেও নবাব স্বীকৃত নছেন। - শেষ এই দাবী পচিশ হাজারে দাড়াইল । ইংরাজেরা সেই সময়ে কাশিমবাজারের কুঠাঁট, জাকাইয়া তুলিবার সঙ্কল্প করেন। তাহাদের দুইজন কৰ্ম্মচারিও কুঠ খুলিবার উপযুক্ত দ্রব্যাদি লইয়া, কাশিমবাজারের দিকে অগ্রসর হইয়াছিল। ইংরাজের অগত্যা বাধ্য হইয়া, নবাবের এই অস্বাভাবিক দাবি পচিশ হাজার টাকা দিতেই স্বীকৃত হইলেন । কাজ কৰ্ম্ম অনেকটা অগ্রসর হইয়াছে, এমন সময়ে ইংরাজদের ভাগ্যগুণেও বিধির বিধানে ঘটনাস্রোত সহসা অন্যদিকে পরিবর্ভূিত হইল। এই সময়ে দক্ষিণাত্যের সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়। এই মৃত্যুসংবাদ বাঙ্গলায় পৌছিবামাত্রই, ইংরাজেরা যে দুইজন কৰ্ম্মচারিকে ( বড় জেন ও ফিক্ ) কাশিমবাজারে প্রেরণ করিয়াছিলেন, তাহীদের বঙ্গদেশে ফিরিয়া আসিতে আদেশ করেন। নবাবকে দিবার জন্য যে টাকা ধাৰ্য্য হইয়াছিল, তাহাও দেওয়া হইল না । বিধাতার কৃপায়, ইংরাজ-বণিকগণ সে যাত্রা অনর্থক ক্ষতির হাত হইতে বাচিয়া গেলেন। ঔরঙ্গজেবের মৃত্যুর সংবাদ সুতালুটতে পৌছিবামাত্র একটা হুলুস্কুল পড়িয়া গেল। কলিকাতা-কেন্সিল, তখনই এক বিশেষ অধিবেশন করিয়া মন্তব্য স্থির করিলেন—“নানাস্থান হষ্টতে আমরা যে সংবাদ পাইয়াছি, তাহ হইতে সম্রাটের মৃত্যু হইয়াছে, ইহা আমরা বিশ্বাস করিতে বাধ্য। এরূপ স্থলে সৰ্ব্বস্থানেই একটা অরাজকতা ও বিশৃঙ্খলা উপস্থিত হইতে পারে। অতএব স্থির হইল, আপাততঃ টাকা কড়ি দেওয়া বন্ধ রাখা হউক, মিঃ ডারেল ও স্পেনসার যথাসম্ভব শীঘ্র, কলিকাতায় ইংরাজ কোম্পানীর দলিল-পত্ৰাদি সমেত ফিরিয়া আক্ষন। কাশিমবাজারে মিঃ বড জেন ও ফিকের উপরও এইরূপ আদেশ প্রদান করা হইতেছে।"

  • Consultations. Io7. I 99- - - t The whole town and factory were thrown into confusion by the

news, that the Moguil is dead. As these tidingswêre received from several sources people’vere found to credit the story and great was the conster na ion at the Fort: A hasty council was summoned and determined to stop as much as possible all paying out of money and as a revolution *