পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.কলিকাতা সেকালের ও একালের سواه8 সাহস ও সহিষ্ণুতা" এই দুইটী শব্ব শক্তিমান_ইংরাষ্ট্রজাতির মূলমন্ত্র। অসংখ্য কষ্ট, অত্যাচার ও উৎপাত সহ করিয়া, সেকালের ইষ্ট-ইণ্ডিয়া কোম্পনীর কৰ্ম্মচারিগণ, তাহীদের বাণিজ্য-সম্বন্ধীয় উন্নতি করিয়া গিয়াছিলেন। দেশীয় মোগল-শাসনকৰ্ত্তাদের মধ্যে ভাল মন দুই শ্রেণীর লেক ছিলেন। ইংরাজগণ ধনী ব্যবসায়ী—এবং তাহদের পীড়ন করিলেই, কিছু টাকা পাওয়া যাইবে, এইজন্ত মোগল-রাজকৰ্ম্মচারীরা, নানা উপায়ে তাহদের নিকট হইতে অর্থ-শোষণের চেষ্টা করিতেন । তাহার অধিকাংশ ঘটনাই পাঠকগণ পূৰ্ব্ব অধ্যায়সমূহে জানিতে পারিয়াছেন। কলিকাতার ফোর্ট-উইলিয়াম চুর্গপ্রতিষ্ঠা হওয়ায়, এদেশবাসীর যথেষ্ট্র উপকার হইয়াছিল । বনজঙ্গল কাটাইয়া—কলিকাতা নগরীর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে, পার্শ্ববর্তী জনপদগুলিরও ক্রমশঃ উন্নতি হইতেছিল। ইংরাজের কামান বন্দুকের ভয়ে, শোভাসিংহের বিদ্রোহের সময়, অনেক হিন্দু মুসলমান প্রজা, কলিকাতায় আশ্রয় গ্রহণ করে। আর ইংরাজের এই কামানের ভয়ে বিদ্রোহির কলিকাতার দিকে অগ্রসর হইতে পারে নাই । * ভবিষ্যতে “বগা-হাঙ্গামার" ভয়ানক অত্যাচারের সময়, অনেক লোক ইংরাজের জাপ্রয়ে আসিয়া প্রাণ বঁাচাইয়াছিল। ক্রমে ক্রমে দেশের লোকে বুঝিল, এই ইংরাজা-জাতি শক্তিমান, আর্তের আশ্রয়-দাতা, বিপক্সের উদ্ধার কর্তা । কাজেই দিনামার, ফরাসী ইত্যাদি অন্যান্য সমধৰ্ম্মী বণিকগণ থাকিতেও র্তাহারা ইংরাজদের পক্ষপাতী হইয়া পড়িল । অনেক বাঙ্গালী, ইংরাজের কুঠীর দালালী করিত। অনেক বাঙ্গালী, ইংরাজের উকিল রূপে নবাব দরবারে প্রতিষ্ঠিত হইত। নবাব মুরশীদকুলী খ, নানা প্রকারে ইংরাজদের উদেশ্ব সিদ্ধির প্রতিকূলী চরণ করিয়াছিলেন। কিন্তু এই সহিষ্ণু, কৰ্ম্মবীর ইংরাজ জাতি, তাহা আদৌ গ্রাহের মধ্যে আনেন নাই। র্তাহারা মুখ বুজিয়া সবই সহ করিতেছিলেন। জামুগত্যময় ব্যবহারে, নবাব মুরশীদকুলীকে নানা উপায়ে সস্তুষ্ট করিবার TI গ্রামগুলি লইয়াই বর্তমান নহানগরী কলিবণতার ব্যাপ্তি ও বিস্তৃতি। *চিহ্নিত স্থানগুলি আমরা ঠিক বুঝিতে পারি নাই। স্ত্রীরামপুর, ডিহি স্ত্রীরামপুর-ইটলির সন্নিকট। বুলি বোধ হয়—আধুনিক কুলীবাজার। তপসের নাম এগনও লোক মুখে শুনিতে পাওঁ" शाङ्ग । प्रक्रि१ञ्चान्नैौ मडनड: प्रकिtगवग्न कि ? नां*णांझि, cर्छौवशि ईठानि मांभ श्*प्ठ *** কলিকাতায় জঙ্গলময় অবস্থায় অভিব্যক্তি ! মাৰুল মানপুর পরগণায়। বোধ হয় ইং «gura firrera vistos costa orta Fort William Consultations. No o 1174, also Mr Roy's Report,