পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধ্যায়। 8ጓö কলিকাতায় প্রথম হাসপাতাল। ইংরাজ-গোর এবং কোম্পানীর জাহাজের মাঝি ও সাহেব-মাল্লাদের মধ্যে পীড়ার প্রকোপ বড়ই বৃদ্ধি পাইতেছে। ইহাদের জন্য একটা স্বতন্ত্র চিকিৎসাগৃহ বা হাসপাতাল স্থাপনের প্রার্থনাপত্র ও কোম্পানী ইতিপূৰ্ব্বে পাইয়াছেন। কোম্পানীর বেতনভোগী ডাক্তারেরাও এই ষ্টাসপাতাল স্থাপনের জন্য, পীড়াপীড়ি করিতেছেন। এজন্স আদেশ করা গেল—'কলিকাতা-দুর্গের নিকট একটা সুবিধাকর উন্মুক্ত স্থান নিৰ্ব্বাচন করিয়া, তথ্যস্থ হাসপাতাল নিৰ্ম্মিত হইবে । এজন্য কোম্পানী দুই হাজার টাক। মঞ্জুর করিলেন । যে সমস্ত ইউরোপীয় জাহাজ দেশীয় নৌকা ও ভড় ইত্যাদি, বাণিজ্যৰ্থ কলিকত-বন্দর অতিক্রম করিবে, তাহদের অধিকারীদের নিকট হইতে এই ঠাসপাতালের জন্য চাদা লওয়া হইবে। কলিকাতার অধিবাসীগণও এই হাসপাতাল নিৰ্ম্মাণের জন্য চাদ দিতে বাধ্য। কোম্পানীর বক্সী আডাম সম্ভেব – এই সমস্ত চাদা আদায় ৪ বাড়ী-নিৰ্ম্মাণ কার্য্য তদারক করিবেন।” (Con.—2 18. ধরিতে গেলে, ইহাই কলিকাতার প্রথম সপাতাল-বা বর্তমান জেনারেল ইসপাতালের প্রথম চন । শেঠের-বাগান। জনাৰ্দ্দন শেঠ, গোপাল শেঠ, যজু শেঠ, বারাণসী শেঠ ও জয়কৃষ্ণ শেঠ একরার দিয়াছে—যে তাহার কলিকাতা দুগের পাশ্ববৰ্ত্তী স্থান হইতে আরম্ভ করিয়া, উত্তরাংশে দেশীয় মহল্লার অংশ সমূহের মধ্য দিয়া, যে সদর রiস্থ। গিয়াছে, তাহ নিজ ব্যয়ে মেরামত করিবে ও পরিষ্কার রাখিবে। এইজন্স তাহারা কোম্পানীর নিকট, বাগান-নিৰ্ম্মাণের জন্ত যে জমী জমা ণইয়াছে, তাহার খাজনা বিঘা প্রতি আট আনা কম করিয়া দেওয়া হইল। ধে পঞ্চাল্প বিঘা জমীতে তাহীর বাগান-নিৰ্ম্মাণ করিয়াছে, তাহ আমাদের জমীদারী লাভের অনেক পূৰ্ব্বে। ইহারাষ্ট নগরের পুরাতন অধিবাসী এবং কোম্পানী ইছাদের সহিত ব্যবসায়ে লিপ্ত। এইজন্য এইরূপ খাজনা রেহাই বন্দোবস্ত হইল । 象 (Con.--215. ) গোবিন্দপুরের খাজনা-হ্রাস। গোবিন্দপুর (বর্তমান কেল্লার-মাঠ, চৌরঙ্গীর একাংশ ও কেল্লার অধিকৃত স্থান) গামের অধিবাসীরা, কোম্পানীর নিকট भैरबझन कब्रि