পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

QQb" কলিকাতা সেকালের ও একালের । সেই স্থানেই পাদরী বেলামীর বাট ছিল। কিন্তু তাহার বাটীর চতুঃপাশ্বের সীমানা-লালদীঘির দক্ষিণ কোণ পৰ্য্যস্ত বিস্তৃত ছিল । এই বেলামী সাহেবের বাটীর পরে আর একটা উন্মুক্ত স্থান । তাহার পর কোম্পানী বাহাদুরের সরকারী আস্তাবল । আজকালকার কৌন্সিল হাউস ট্রীটের পাশ্ববৰ্ত্তী স্থানেই এই আস্তাবল ছিল । আস্তাবলের পরই বর্তমান হেয়ার-স্ত্রীটের প্রারম্ভস্থলে—কোম্পানীর সাধারণ ইসিপাতাল ছিল । ইাসপাতালের পরই-পাউডার-ম্যাগাজিন ও এই পাউডার ম্যাগাজিন বা বারুদ-ঘরের পাশ্বেই কলিকাতার সর্বাপেক্ষা প্রাচীন গোরস্থান । এই গোরস্থানের পাশ্ববৰ্ত্তী জমীতে, বর্তমান সেন্টজন গির্জা রহিয়াছে। এই সেন্ট জন গির্জার পাদরী সাহেব এখন যে বাটীতে বাস করেন, সেইস্থানে একটা পুষ্করিণী ছিল। এই পল্লীতে ইতিহাস-প্রসিদ্ধ হলওয়েল সাহেবের দুইখানি বাট ছিল । কারণ এই প্ল্যানের মধ্যে দুইখানি বাট হলওয়েলের নামে চিহ্নিত দেখা যায়। ইহার একখানির স্থান, বর্তমান বাকশাল ষ্ট্রীটের মোড়ে, যে স্থানে বর্তমান ছোট আদালত বা স্মলকজকোর্ট বিচারালয় বিরাজিত—সান্নিধ্যে আর একখানি বর্তমান চর্চ-লেন ও হেষ্টিংস-স্ট্রীটের সন্ধিস্থলে । হেষ্টিংসষ্ট্রীটের সেই পুরাকালের খালের একাংশ এই বাটীর দক্ষিণদিকে ছিল। আজকাল যেস্থানে ষ্ট্যাম্প ও ষ্টেশনারী অফিস বর্তমান, হলওয়েলের দ্বিতীয় বাস-গুহ ঠিক সেইস্থানেই ছিল । এখন যেখানে ষ্ট্যাম্প ও ষ্টেশনারী আফিস হইয়াছে—ও পুৰ্ব্বে যেস্থানে হলওয়েলের আবাস-বাট ছিল, সেই স্থানে পলাশযুদ্ধের বহুকাল পরে—কোম্পানী-বাহাদুরের পুরাতন টাকশাল-গৃহ স্থাপিত হইয়াছিল। এখন হলওয়েলের সে বাটীর চিহ্নও নাই—সেই পুরাতন টাকশালের চিহ্নও নাই—তাহার স্থানে বর্তমান প্রাসাদ-তুল্য ষ্টেসনারী অফিস স্থাপিত হইয়াছে। আজকালকার “ইস্পিরিয়েল লাইব্রেরী" এবং সাৰেফ মেটুকাফ-হলের খাচীর অধিকৃত স্থানটী—কাপ্তেন উইলসের ম্যাপে শেঠদিগের আবাস-ৰাটী বলিয়া চিহ্নিত। কোম্পানী-বাহাদুরের প্রধান দালাল, রামকৃষ্ণ শেঠ মহাশয়ের , ৰাজভিটা এই স্থানেই ছিল। এই বাস্তুভিটার চারিদিকে বাগান-বাগিচা থাকায়—বড়ই জঁকাল দেখাইত। তখনকার কালে—রামকৃষ্ণ শেঠ ও জমিটাদ ব্যতীত আর কোন ৰাঙ্গালীরই কলিকাতার ইংরাজ-টােলায় বাড়ী ছিল না। রামকৃষ্ণ শেঠের এই বাটি পরবর্তীকালে তাহার মৃত্যুর পর