পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ অধ্যায়। (ty শবদেহ লইয়া যাইতেন। পার্ক-ষ্ট্রীটের সমাধিক্ষেত্রের পথে, প্রায়ই শবদেহবাহীদের যাতায়াত দেখা যাইত। ইংরাজ-রমণীগণ এই ব্যাপারে বড়ই ভীত হইয়া পড়েন । রাজপথে ইংরাজের মৃতদেহ দেখিলেই, তাহাদের প্রাণে একটা আতঙ্ক উপস্থিত হইত। এজন্য সেই সময়ে গভীর নিশীথে শবদেহ সমূহ সমাধিক্ষেত্রে লইয়া যাইবার ব্যবস্থা প্রচলিত হয়। 聲 এই সময়ে কলিকাতার এইরূপ অম্বাস্থ্যকর অবস্থার জন্য অনেক পদস্থ ইংরাজ, সহরের বাহিরে ফণক জারগায় থাকিতে ভাল বাসিতেন। লর্ড ক্লাইভ, দমদমায় বাস করিতেন। সুবিখ্যাত সংস্কৃতজ্ঞ পণ্ডিত ও সুপ্রীম-কোটের জজ স্যর উইলিয়ম জোন্স সাহেব, গর্ডন-রিচে থাকিতেন । সুপ্রীম-কোটের অন্ততম জজ চেম্বাস, যিনি নন্দকুমারের মোকদ্দমার সময়, স্যর ইলাইজা ইম্পির সহযোগী ছিলেন, তিনি কাশীপুরে। থাকিতেন। এতদ্ব্যতীত ভযানীপুরেও র্তাহার অার একথানি বাগানবাটী ছিল। ১৭৬৩ খৃঃ অব্দের কাগজপত্রে আমরা দেখিতে পাই—“ওয়ারেণ হেষ্টিংস সাহেব কালীঘাট প্রান্তবাহিনী—গঙ্গার উপরে একটা পুল তৈয়ারি করিবার জন্য ৰিলাত হইতে অনুমতি প্রাপ্ত হইয়াছিলেন।” হেষ্টিংস, আলিপুরে তাহার যাগান বাটীতেই অধিকাংশ সময় বাস করিতেন । বৰ্ত্তমান আলিপুর জজ-আদালতের সান্নিধ্যে “হেষ্টিংস-হাউস” এখনও সেই অতীতের স্মৃতি-বহন করিতেছে। ওয়ারেণ হেষ্টিংসের কৌন্সিলের মেম্বর স্যর ফিলিপ্ত ফ্রান্সিস্ সাহেবও আলিপুরে থাকিতেন। খিদিরপুরের সেন্টষ্টীফেন গির্জার সান্নিধ্যে, যে প্রাসাদ-তুল্য বাটাটি আছে—সেই ৰাড়ীতে গবর্ণর হেষ্টিংসের কোন্সিলের অন্যতম সদস্য, বারওয়েল সাহেক বাস করিতেন ।াঁ এই বাটটি আজও অক্ষত-দেহে দণ্ডায়মান। গার্ডেন-রিচে কোম্পানীর খাস কৰ্ম্মচারী ব্যঞ্জত, অনেক অবস্থাপন্ন ইংরাজ বাগান-বাট সৰ্ম্মাণ করিয়া বাস করিতেন। এখনও “পাচকুঠী” প্রভৃতি সৌধ, গার্ডেনরিচে বৰ্ত্তমান থাকিয়া, অতীতকালের ইংরাজদের ঐন্ধুৰ্য্যের স্থতি-রক্ষা করিতেছে । க் হীলসী-বাগানে উমিচাদের বাগান-বাট ছিল । কলিকাতা আক্রমণের সময়, নবাব সিরাজউদৌল। এই বাগানেই ছাউনি করেন। প্রৰাদ এই,

  • State of Calcutta after Plassey (Cotton ).

+ বারওয়েল সাহেবের এই বাড়িট পরে “মিলিটারি অফর্ণন এসাইলম" নামে অভিহিত হুইয়াছিল। ইহার "বলুরুম" বা নাচঘর প্রাচীন কলিকাতার একটা গণনীয় শোভনদৃশ্য ছিল ৮