পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అని ఇ কলিকাতা সেকালের ও একালের । কলিকাতার কলাগাছ ও জঙ্গল-কাটা । বোর্ডের অভিমত এই—“যে কলিকাতাকে কলাগাছ ও জঙ্গলশূন্য করিতে হইবে । তাহা না করিলে সহরের স্বাস্থ্য-রক্ষণ অসম্ভব।” এজন্য সরভেয়ার সাহেবকে আদেশ করা যাইতেছে—মহারাষ্ট্র-খাতের সীমার মধ্যে জঙ্গল ময় সমস্ত স্থান তিনি পরিষ্কার করিতে আরম্ভ করিবেন।* কলিকাতার জমীর খাজনার হার-বৃদ্ধি। কালেক্টর সাহেব, কলিকাতা সহরের এবং মারহাট-খাতের মধ্যস্থ ভূমি পরিমাণ ও তাহার আদায়ী খাজনার এক ফর্দ দাখিল করিয়াছেন। তিনি দেখাইয়াছেন ৬০৫৭ বিঘা ১৩ কাঠা জমী হইতে বাৎসরিক ১৭৭৪৪৭• রাজস্ব আদায় হইয়াছে। গড় পড়ত তিন টাকা করিয়া, বিঘা বিলি করা আমাদের ব্যবস্থা ছিল । তদনুসারে ধরিতে গেলে, জমীর খাজনা যে হ্রাস হইয়াছে, তাহা স্পষ্টই দেখিতে পাওয়া যায়। এখন কলিকাতা সহরের অনেক উন্নতি হইয়াছে ও সহরের উন্নতির জন্য প্রচুর অর্থ ব্যয়ও করিতে হইতেছে। এইজন্য কলেক্টার সাহেবকে আদেশ করা যাইতেছে, যে তিনি যে জমীর খাজনার হার দ্বিগুণ করিয়া ধরিবেন। অনেকে বিন। দলিলে, অনেক নিষ্করভূমি উপভোগ করিতেছে। এই সমস্ত জমীর মধ্যে যাহার দলিল-পত্র কিছুই নাই, সেগুলি বাজেয়াপ্ত হওয়া উচিত। এ বিষয়ে আমরা ইতিপূৰ্ব্বে আদেশ প্রদান করিয়াছিলাম, কিন্তু তাহার কার্য্য আরম্ভ করা হয় নাই। এজন্য কালেক্টার সাহেবকে আদেশ করা যাইতেছে, যে তিনি এইরূপ নিষ্করভূমি বাজেয়াপ্ত করিয়া লইবেন। তবে যাহার। এ সম্বন্ধে দলিলপত্রাদি দেখাইতে পারিবে, তাহার কথা স্বতন্ত্র।* কলিকাতা সহরে আতসবাজী বন্ধ । দেখা যাইতেছে-সহরের মধ্যে আতসবাজী ছোড়ায় অনেক স্থানের চালা ঘরে আগুণ লাগিয়া, পল্লীকে পল্লী ভস্মসাৎ হইয়া গিয়াছে। পেরিন পয়েন্টে ও সহরের মধ্যে আমাদের যে বারুদখানা বা ম্যাগাজিন আছে— এরূপ অগ্নিক্রীড়ায় তাহারও বিপদ ঘটিতে পারে। এজন্য আদেশ করা বাইতেছে, কলিকাতার মধ্যে আর আতসবাজী ছড়িতে দেওয়া হইবে না। এবং বাজীর দোকানগুলি তুলিয়া দেওয়া হইবে।*

  • Proceedings Dated 12 December 1762.