পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায়। ৬২৩ রাজা মাণিকচাদের মৃত্যু। ঢাকা হইতে প্রেরিত এক পত্রে আমরা জ্ঞাত হইয়াছি, যে কোম্পানী বাহাদুরেয় দেওয়াল রাজা মাণিকচাদ, ইহলোক ত্যাগ করিয়াছেন। তিনি কাটিয়ার সাহেবকে মৃত্যুর পূৰ্ব্বে বিশেষরূপে অনুরোধ করিয়া গিয়াছেন— "যেন তিনি তাহার পরিবারবর্গ ও সম্পত্তি রক্ষার জন্ত বিশেষ চেষ্টা করেন।" এই অনুরোধের বশবৰ্ত্তী হইয়া, কাটিয়ার সাহেব রাজার বাড়ীর দরজাগুলি শীল করিয়া দিয়া, দশজন সিপাহীকে বাট চৌকী দিবার জন্য ব্যবস্থা করিয়াছেন। জনরব এই, যে তিনি মৃত্যুকালে অনেক টাকা রাখিয়া গিয়াছেন,—একথা নবাবের কাণেও পৌঁছিয়াছে। পাছে নবাবের কৰ্ম্মচারীরা এজন্য কোন হাঙ্গাম উপস্থিত করে কিম্বা রাজার উত্তরাধিকারীগণকে র্তাহীদের অধিকার হইতে বঞ্চিত করে, এইজন্ত কোম্পানী এই রাজ পরিবারকে সাহায্য করিবার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। রাজা মাণিকষ্টাদ কোম্পানীর অনেক উপকার করিয়াছিলেন ।* মাণিকচাদের শিশুপুত্রকে আশ্রয়দান। “ঢাকা হইতে লিখিত ৯ই ও ১•ই তারিখের পত্র আমাদের হস্তগত হইয়াছে। এই পত্র হইতে আমরা জানিতে পারিয়াছি—যে মাণিকচাদের পুত্রের বয়স মোটে চারি বৎসর। মাণিকচাদ কোম্পানীর দেওয়ানী করিয়া গিয়াছেন। আমাদের মতে তাহার পুত্রকে ঐ পদ প্রদান করা উচিত। কিন্তু চারি বৎসরের শিশুদ্বারা ত কোনরূপ কাৰ্য্য হওয়া সম্ভব নহে। এজন্য আমাদের অনুরোধ, এই অপ্রাপ্ত বয়স্ক বালককে সামান্য বেতনে কোম্পানীয় কৰ্ম্মচারিগণের তালিকাভূক্ত করিয়া রাখা হউক। পরে বয়ঃপ্রাপ্ত হইলে এ কোম্পানীর কার্য্যে নিযুক্ত হইবে।” এই রাজা মাণিকচাদ সেরাজউদৌল কর্তৃক কলিকাতা আক্রমণ সম্বন্ধে ইংরাজদের যথেষ্ট অনিষ্ট করিয়াছিলেন। কিন্তু তৎপরে তিনি নানা বিষয়ে কোম্পানীর যথেষ্ট উপকার করেন। এজন্য কোম্পানী-বাহাদুর, উহাকে দেওয়ান পদ দেন। কাটিয়ার সাহেব মাণিকৰ্টাদের শিশু পুত্রকে ও পরিবারবর্গকে কিরূপে রক্ষা করেন, তাহা পাঠক পূৰ্ব্বে দেখিলেন। উtহায় সম্পত্তির উপর নবাব সরকারের যে আইনসঙ্গত দাবীদাওয়া ছিল—তৎপ্রদানে তাহার কোন আপত্তি করেন নাই। মাণিকচাদের পরিবার

  • Proceedings dated, 29-11-1762.