পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ8 o কলিকাতা সেকালের ও একালের সমস্ত অট্টালিকাট মান্দ্রাজী-চুণে “পথের” কাজ করা । চৌদ্দটা ঘোড়৷ রাখিবার উপযুক্ত স্ববৃহৎ আস্তাবল ও চারিখানি কোঁচগাড়ি রাখিবার গৃহ। এই পাক-আস্তাবল ভিন্ন আরও একটী চালায় নিৰ্ম্মিত আস্তাবল আছে । শেষোক্ত আস্তাবলে বারটা ঘোড়া ও ছয়খানি গাড়ি রাখা যাইতে পারে। জমীর পরিমাণ ৪৬ বিঘা ৷ লট নং ৩—প্যাডক-গেট সম্বলিত ৫২ বিঘা জমী। এই জমীর চারিদিক কষ্টের রেলিং দেওয়া । হেষ্টিংস সাহেব, বিলাতে র্তাহীর পত্নীকে যে পত্র লিখিয়াছিলেন তাহারও এক অংশে আছে,—“আমার জমজমা বাগান প্রভৃতি তিনটী অংশে বিভক্ত করিয়া বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিয়াছি। পুরাতন বাটী ও তৎসংলগ্ন বাগান লইয়া একটা লটু হইয়াছে। নূতন বাড়ী ও তাহার পার্শ্ববর্তী বহিবণটগুলি দ্বিতীয় লটু হইয়াছে। প্যাড ক-সম্বলিত জমীখণ্ড তৃতীয় লটে বিভক্ত। আমার সমস্ত অশ্বগুলিই, আমি ইতিপূৰ্ব্বে বিক্রয় করিয়া ফেলিয়াছি।” এই জর্মীগুলির অবস্থান স্থান নির্দেশে কোন গোলযোগই হয় না। জামরা পচিশ বৎসর পূৰ্ব্বে এই স্থানগুলি দেখিয়াছি। তখন যাহা দেখিয়াছিলাম, এখন আর তাহ নাই। পূৰ্ব্বে যেস্থানে বহু বিঘাব্যাপী আরারুটবাগান ছিল, এখন সেইস্থানে অসংখ্য অট্টালিকা দেখা দিয়াছে। বনজঙ্গল পূর্ণ উদ্যান ভূমি, এক্ষণে আলিপুরের “ছোট-চৌরঙ্গীতে” পরিণত হইয়াছে। বর্তমান জজকোটের সম্মুখবর্তী স্থানটা সম্পূর্ণরূপে অট্টালিকা শূন্ত খালি জমী ছিল। এখানে তখন আরারুটের চাষ হইত। হেষ্টিংসের এই সম্পত্তির প্রথম দুইটী লটের ক্রেতা, মেসাস টর্ণর ও জ্যাকসন। আরারুট বাগানের প্লট, হুনিকুম্ব বলিয়া একজন সাহেব ক্রয় করেন। এই হুনিকুম্ব সাহেব, সেকালের সুপ্রীম-কোর্টের একজন এ্যাটনি ছিলেন। ইহার পর ইহা স্পিড সাহেবের দখলে আসে। স্পিড সাহেব, এইস্থানে আরারুটের চাষ আরম্ভ করেন ও ইহার নাম পরিবর্তন করিয়া দেন। তাহার আমলে ও তাছার পরে, দীর্ঘকাল পর্যন্ত ইহ–“The Penn” এই নামে পরিচিত ছিল। . প্রস্তর-ফলক-মণ্ডিত “পেনের" এই পুরাতন গেটটা আমরা দেখিয়াছি। এই পুস্তক মধ্যে অতি প্রাচীন এবং বর্তমানকালের এই হেষ্টিংস-হাউসের দুইখানি চিত্র প্রদান করা ছইল। গবর্ণর হেষ্টিংস সাহেব, বেলভেডিয়ারে বাস করিতেন বলিয়া একটা