পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭০ কলিকাতা সেকালের ও একালের । নদীপথে বোম্বেটের উৎপাত । ভায়মণ্ড-হারবারের মুখে, হিজলীর পথে, গেয়োখালি প্রভৃতি স্থানে সে সময়ে বোম্বেটের বড় উৎপাত ছিল। এজন্য সরকার বাহাদুর নানাস্থানে “গার্ড-বোট” বা চৌকি-নৌকার ব্যবস্থা প্রচলন করেন। এই সকল নৌকা, নদীর নানাস্থানে পাহারা দিত। পাহারা দিবার জন্য থানাদারেরাই নৌকায় থাকিতেন। ১৭৮৮ খৃঃ অব্দের ২৪এ এপ্রিল তারিখের একটী সরকারী আদেশ হইতে জানিতে পারা যায়*গবর্নর-জেনারেল বাহাদুর, হিজলীর ম্যাজিষ্ট্রেটকে হুকুম দিতেছেন— ষে নিম্নলিখিত স্থানে চৌকী স্থাপিত হইল । ( ১) ফলত । (এই চৌকীতে ১ হইতে ২ নংএর বোট, থানাদারের অধীনে উলুবেড়িয়া হইতে কুকড়াহাটি পর্য্যন্ত চৌকী দিবে। ) ( ২ ) রাঙ্গণফুলী—এই চৌকীতে ৩ ও ৪ নংএর গার্ডবোট থাকিবে । এই বোট, কুকড়াহাটি হইতে বড়তলা পর্য্যস্ত স্থান চৌকী দিবে। ( e ) সন্দীয়া-গণ্ডিয়া । এই স্থান হলদী-নদীর মুখে । বড়তলা হইতে—তালপাতি পর্য্যস্ত স্থান-৫ ও ৬ মংএর গার্ডবোট দ্বারা রক্ষিত হইবে । ( ৪ ) গেঁয়োখালি তালপাতি হইতে হিজলীর বঁাক পৰ্য্যন্ত ৭ ও ৮ নংএর বোট পাহারা দিবে। থানাদারের বোট চিনিবার সঙ্কেত এই, প্রত্যেক চৌকী-নৌকায় একটা করিয়া লাল-নিশান ও সেই নিশানের উপর সাদা অক্ষরে বাঙ্গালা ভাষায় নৌকার নম্বর থাকিবে ।" গবর্ণর-জেনারেল বাহাদুরের হুকুমে এই আদেশ প্রচারিত হইল। ( ২৪৪ ১৭৮৮) ঠিক্‌ বলিতে পারা যায় না—বাঙ্গালী বা মগ কোন শ্রেণীর দক্ষ্যরা, সেই সময়ে এই সকল স্থানে নদীপথে রাহাজানি করিত। কোম্পানী বাছাদুরের রাজত্বের প্রথম আমলে, মগ-দসু্যরা যে মেটিয়াবুরুজ ও কলিকাতার সীমা পৰ্য্যন্ত ধাওয়া করিত-ইহার প্রমাণ পাঠক পূর্বেই পাইয়াছেন। বারাসতে ঘোড়দৌড়। তখনকার দিনে বর্তমান বাড়দৌড়ের-মাঠ জঙ্গলে আবৃত ছিল। তাহা বলিয়া সাহেবদের প্রধান আমোদ ঘৌড়দৌড় বন্ধ থাকিত না । बै अभाग्नब्र अकन्नै दिछां★न श्रङNजांनिप्ऊ *ांब्रां यांग्र-“cष पनि আবহাওয়া ভাল থাকে, তাহা হইলে ৰারাসতের মাঠে ঘৌড়দৌড় হইবে ।