পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩৬ কলিকাতা সেকালের ও একালের । (১) পাৰ্ব্বত বেশ্য। অপরাধ–চোরাই মাল রাখা। ৮ই আগষ্ট অবধি জেলে আবদ্ধ থাকিবে। তার পর বড়বাজারে লইয়া গিয়! বেত্ৰাঘাত করতঃ এক টাকা জরিমানা আদায় করিয়া ছাড়িয়া দেওয়া হইবে । ( ১৭৯৬ খ্ৰীঃ আব্দ ) (১১) হিঙ্গন ওরফে শিবু । অপরাধ-সামান্ত চুরী। দও—বড়বাজারে লইয়া গিয়া বেত্ৰাঘাত ও এক টাকা জরিমানা । ( ১৭৯৬ খ্ৰীঃ অব ) (১২) প্ৰহলাদ রক্ষিত ওরফে আত্মারাম রক্ষিত। অপরাধ-মিথ্যাসাক্ষ্য। দণ্ডাজ্ঞা ছয়মাস কারাবাস ও এক টাকা জরিমানা । ( ১৭৯৫ খৃঃ অব ) (১৩) মীর গোলাম আলি। অপরাধ—চুরী। দণ্ডাজ্ঞ—মৃত্যু। (১৪) ব্ৰজমোহন দত্ত। অপরাধ—এক গৃহস্থের বাড়ী ২৫ টাকা মূল্যের জিনিস পত্র চুরী। দণ্ডাজ্ঞ—মৃত্যু। (১৮০০ খ্ৰীঃ অব্দ ) (১৫) হরি পাল, প্রসাদ পাল, রামজয় ও চৈতন । অপরাধ— রাজপথে রাহাজানি। দণ্ডাজ্ঞা—মৃত্যু। ( ১৮০০ খৃঃ অব ) (১৬) বিষ্ণুপ্ৰসাদ শ্ৰীমানী। অপরাধ—জাল। লালবাজারে লইয়া গিয়া তুড়,ম-প্রয়োগ । তৎপরে দুই বৎসর সশ্রম কারাবাস । ( ১৮•• খ্ৰীঃ অব ) (১৭) জোসেফ লেপারুজ। অপরাধ—হত্যা ও নৌকা লুঠ । দণ্ড— মৃত্যু। ফাসীর পর দেহ–লোহার শিকলে বাধিয়া, সাধারণ রাজপথে গাছের ডালে ঝোলাইয়া দেওয়া হইবে । ( ১৮৯২ খ্ৰী: অব্দ ) (১৮) বৈজু মশালচী। অপরাধ - চুরী। দণ্ডাজ্ঞা—মৃত্যু। (ঐ) (১৯) পলি স্থাটী, আনন্দীরাম ইত্যাদি । অপরাধ-চক্রান্ত । দুই বৎসরের মেয়াদ ও তুড়,ম। ( ঐ ) (২০) রামসুন্দর সরকার। অপরাধ-মিথ্য সাক্ষ্য । দও—সাত বৎসরের জন্য দ্বীপাস্তর। (ঐ) (২১) টার জ্যাকব, টার পিটস। অপরাধ-মিথ্য সাক্ষ্য। অপরাধী একজন আৰ্ম্মিনিয়ান পাদরী । দগু—দুই বৎসর জেল ও জরিমানা এক টাকা । ( ঐ ) * (২২) ইমামবক্স গলিয়। অপরাধ চুরী। দণ্ড—ষাবজ্জীবন দ্বীপান্তর। (২৩) টমাস নৰ্মাণ মর্গান। অপরাধ—জাল। দুই বৎসর মেয়াদ, তুড় ম ও জরিমান। এক টাক। ( ঐ ) -- (২৪) জন ম্যাকলচিন। অপরাধ—নরহত্য। ও—একমাল জেল ও এক টাকা জরিমানা । ( ১৮৯৪)