পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ অধ্যায় । ৭১৭ (২৫) মহম্মদ টিওলে। অপরাধ—নরহত্যা দও—এক মাস জেল ও এক টাকা জরিমানা । ( ঐ )* -- (২৬) কালীপ্রসাদ চট্টোপাধ্যায় ও রামকানাই ঘোষ। অপরাধ— জাল। ইহারা তামার প্লেট প্রস্তুত করিয়া ২৫-১২ টাকার “ট্রেজারি-বিল” জাল করে। প্লেট করিয়া নোট জাল বা বিল জাল, কলিকাতায় এই প্রথম হয়। অপরাধিগণের দুই বৎসরের মেয়াদ ও একদিন তুঙ্গুমের ব্যবস্থা হয় । (২৭) এনসাইন সোড়ে। অপরাধ- নরহত্য। দণ্ডাঙ্গা–২০০ টাকা জরিমানা, এক বৎসরের মেয়াদ । (২৮) উইলিয়াম সোবিজ। অপরাধ—বাঙ্গলোঘরে আগুন লাগান। দও—দুই বৎসরের মেয়াদ । - (২৯) বৃন্দাবন দেবে। অপরাধ নরহত্যা । হাত পোড়াইয় দেওয়া হয়। তাহার উপর এক বৎসর মেয়াদ । ( ১৮১২ খৃঃ অব ) (৩০) ব্যারী ও বয়েল নামক দুইজন গোরা । অপরাধ—য়াহাজানি । দণ্ডাজ্ঞা—মৃত্যু। ( ১৮১৩ খৃঃ অব ) (৩১) রডরিক । অপরাধ-পে-এ্যাবস্ট্রাক্ট অর্থাৎ তলবানপত্র জাল । দও-ক্রড়ম বাসস্থা "বার এই অদ্ভুত ব্যবস্থা হল গ আর একটী ঘটনা—ইহা ১৮২৮ খ্ৰীঃ অব্দে ২৪শে জানুয়ারির কথা । ঘটনাট এক ফকিরের ফাপি । বলা যায় না কি কারণে, এই ফকির, উইলিয়াম বোচ্যাম্প বলিয়৷ এক সাহেব শিশুকে, হাবড়াঘাটে হত্যা করে। তখন হাবড়ার যে স্থান “স্কুলগ্রাউণ্ড” বলিয়া পরিচিত ছিল, সেইখানে ফাসিকাষ্ঠ নিৰ্ম্মিত হয়। এ ফাসি দেখিবার জন্য অনেক মুসলমান জড় হইয়াছিল—কেন না মুসলমান ফকিরের ফাসী। কিন্তু সমবেত জনতা, অপরাধীকে প্রহরীদের হাত হইতে ছিনাইয়া লইবার কোন চেষ্টাই করে নাই, বরঞ্চ স্থিরভাবে ব্যাপারটা দেখিয়াছিল । , তার পর আর এক পেটুকের ফাসির কথা বলিতেছি। কথায় বলে— “ফঁাসির খাওয়া খেয়ে নেওয়া ।” লোকটার ঠিক তাই হইয়াছিল। একজন সমসাময়িক ভ্রমণকারী তাহার পুস্তকে লিখিতেছেন—“আমরা ধণসীর স্থলে উপস্থিত হইলাম। কলিকাতার জেল হইতে কিছুদূরে এক মাঠে ফাসির স্থান নির্দিষ্ট হইয়াছিল। কিন্তু আশ্চর্য্যের বিষয় এই, ফালি দেখিবার জন্য একটীও লোক সেখানে উপস্থিত নাই । লোকের মধ্যে.কেৰল—আমরা