পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় । ৪৯ ংস্কচ্যুত করিলেন । পিতৃব্য—হত্যার, এই মহা-পাপেই ভবিষ্যতে র্তাহার সৰ্ব্বনাশ হইয়ুছিল । জগদানন্দ, পরমাননা, স্ত্রীরাম, রূপরাম, রামকান্ত, মধুস্থদন, মাণিক্য, প্রতি বসন্তরায়ের পুত্ৰগণ, এই ভীষণ পিতৃহত্যার প্রতিশোধ লইবার জন্য প্রতাপকে সদলবলে আক্রমণ করিল। কিন্তু রণ-কৌশলী প্রতাপ, পিতৃব্য পুত্ৰগণকে একে একে শমন সদনে প্রেরণ করিলেন । শান্তিময় রাজপুরীর প্রকোষ্ঠ ও দরদালান সমূহ, পিতৃকলের শোণিতে পরিসিক্ত হুইল । -- বসন্তরায়ের অল্পচরগণকে নিরস্ত্র করিয়া, মাহাতে আন্তঃপুরের মধ্যে কোনরূপ তা ত্যাচার না হয়, প্রতাপ তাহার বন্দোবস্ত করিলেন । বসন্তুরায় সুঠি ধা, তাহার একমাত্র শিশু-পুত্রকে--এই ভাষণ হত্যাকাণ্ড হইতে রক্ষণ করিবার জন্য, কচুবনের মধ্যে লুকাইল্লা রাখেন । * ইহাতেই সেই শিশুর গুণ-রক্ষণ হয় । 象 BBBBBBB BBBBB BBSYYBBB BBB S BBBBBB BBBBBBBBB KB BBB BBB BBS BB BBB SSBBBB BBBBBBB BBB BBBS DBBS BB BBBBBB BBBBB BBBSBBBBB BBBS BB KS BBBB নিকট গমন করেন । সেখানেও মন্ত্রণায় কিছু স্থির হইল না দেগিয়া, ইশাখার সেনাপতি বলুবন্ত বলিলেন,—“আমার উপর বিশ্বাস করুন, আমি যে উপায়ে পারি, প্রতাপের কবল হইতে রাজপুত্র রাঘবরায়কে উদ্ধার করিয়া আনিব ।” কচুবন হইতে রাঘবকে কুড়াইয়া লইয়া, গ্রতাপ সেই শিশুকে স্বীয় মঙ্গিীর হস্তে লালন-পালনার্থে সমর্পণ করিয়াছিলেন । সিংহের গহবর হইতে শিকার বাহির করিয়া আনা---বড় সহজ কাজ নহে । কিন্তু বলবন্ত অসীম সাহসী । মশন্দরী সাহেবও ভাবিলেন, চেষ্টার অসাধ্য কাৰ্য্য নাই—আর সে চেষ্টার ভার যখন, বলবস্তের ন্যায় উপযুক্ত পাত্রে সমপিত হইতেছে, তখন তাঙ্গ সিদ্ধ হওয়াও অসম্ভব নহে। বলবন্ত, প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্ৰহ করিয়া, একখানি দ্রুতগামী নৌকাযোগে, যশোহর অভিমুখে যাত্রা করিলেন। ভীষণ জঙ্গলময়, শ্বাপদ-সংকুল সুন্দরবনের মধ্য-দিয়া নৌকা বাহিয়া, ধুমঘাটে উপস্থিত হইয়া, বলবন্ত প্রতাপকে নিজ আগমন সংবাদ জানাইলেন।

  • এইজন্য এই শিশুরাজপুত্র রাঘব, ইতিহাসে কচুরায় বলিয়া পরিচিত। বেহালা গ্রামে কান্তরায়ের অনেক কীৰ্ত্তি আজও বর্তমান। অনেকে বলেন, বেহালার রায়দীঘি ও সরগুনার

কয়েকটা প্রকাও দীঘি বসন্তরায়ের খনিত। কচুরায় বা রাঘব বহুদিন বেহালা প্রদেশে বাস ক্টরিয়াছিলেন । *

  • 3.