পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵԵ-8 কলিকাতা সেকালের ও একালের । যোগী টাকা না উঠায়, তদন্ত দুই তিন বৎসর ধরিয়া লটারি করিয়া টাকা তুলিতে হয়। গবর্ণমেণ্ট অব ইণ্ডিয়ার আদেশে ও তত্ত্বাবধানে ১৮০৬—১৮০৭ ঋ মধ্যে, এই প্রাসাদতুল্য বাটা নিৰ্ম্মিত হয়। প্রথমে সেন্টএও গির্জাৱ । অতি সন্নিধ্যে, পুরাতন কোর্ট-হাউসের অধিকৃত স্থানে, কলিকাতা টাউনহল নিৰ্ম্মাণের কল্পনা হইয়াছিল। শেষ বর্তমান স্থানই বিশেষ উপযোগী বলিয়া বিবেচিত হওয়ার, গারষ্টিন ও আবেরী নামক দুইজন সুদক্ষ ইঞ্জিনিয়ারের সহায়তায়, বর্তমান টাউন-হল বাট নিৰ্ম্মিত হইয়াছে। প্রয়োজনীয় রাজকীয় ঘোষণাসমূহ বা কোনরূপ সরকারী “প্রোক্লামেসন” (Proclamation) এই টাউন-হলের বিস্তৃত সোপানরাজির উপর হইতেই রাজপুরুষগণ কর্তৃক বিঘোষিত হইয় থাকে। আমাদের ভারত-সম্রাট রাজরাজেশ্বর পঞ্চম জর্জ ও সম্রাজী মেরীর রাজ্যাভিষেক সংবাদ, এইস্থান হইতেই বিঘোষিত হইয়াছিল। এ দৃশ্য, বৰ্ত্তমানকালের অনেকেই চক্ষে দেখিয়াছেম । * টাউনহলের নীচের তলাট, সাধারণ কাৰ্য্যে খুব কমই ৰ্যবহৃত হইয়। থাকে। মধ্যে মধ্যে কোন কোন সরকারী আপিস স্থানাভাব জন্য, অস্থায়ী-, ভাবে এইস্থানে প্রতিষ্ঠিত হয়। বর্তমানকালে মিউনিসিপ্যাল-ম্যাজিষ্ট্রেটের আদালত, এই টাউন-হলেই প্রতিষ্ঠিত । বৰ্ত্তমান হাইকোট নিৰ্ম্মাণু সময়েও এইস্থানে অস্থায়ীভাবে ইহার কার্য্য চলিয়াছিল। এই টাউন-হলের সিড়ির উপরই, মুবিখ্যাত চিফ জষ্টিস স্তর জন নর্মান, বিশ্বাসঘাতক আততায়ীর হস্তে ছোরা দ্বারা আহত হন। টাউনহলের দুইট প্রবেশ পথ আছে। একটী এসপ্ল্যানেড-রোর দিক দিয়া—অপরট গবর্ণমেণ্ট প্রিটিংএর সম্মুখদিকে। সভা-সমিতি উপলক্ষে এসপ্লানেডের পথ দিয়াই, জনসঙ্ঘ টাউন-হলে প্রবেশ করেন। এই পথ দিয়া প্রবেশ করিলেই, সৰ্ব্বপ্রথমে নিম্নতলে স্বগীয় মহারাজী রমানাথ ঠাকুরের প্রস্তরমূৰ্ত্তি বা Bust পরিদৃশ্য হয়। ভিতরের দিকের হলে বেকন নামক প্রসিদ্ধ ভাস্করের খোদিত, স্বনামখ্যাত গবৰ্ণর জেনারেল লর্ড কর্ণওয়ালিসের স্ববৃহৎ প্রস্তরমূৰ্ত্তি বা ট্যাচু অপরদিকের বারানায়, প্রথম গবর্নর-জেনারেল ওয়ারেণ-হেষ্টিংসের শ্বেত-মৰ্ম্মরুময় মুবৃহৎ প্রতিমূৰ্ত্তি বা ট্যাচু আছে। আগে এই হলের মধ্যে, পরবর্তী গবর্ণর-জেনারেল মাকুইস অব হেষ্টিংসের ট্যাচুও ছিল । কিন্তু ভবিষ্যতকালে ইহা বৰ্ত্তমান ডালহৌসীইনষ্টিটিউটে স্থানান্তরিত হইয়াছে।